নিজস্ব প্রতিবেদক
দেশের ৯৫টি সরকারি কলেজে কর্মরত অধ্যক্ষ পদের বেতন স্কেল চতুর্থ গ্রেড থেকে তৃতীয় গ্রেডে উন্নীত করেছে সরকার।
প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির সভায় রোববার (১৯ জুন) এই অনুমোদন দেওয়া হয় বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের।
শিক্ষা মন্ত্রণালয় জানায়, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের অধ্যাপকের বিদ্যমান পদটি চতুর্থ গ্রেডের এবং সিলেকশন গ্রেডের মাধ্যমে তৃতীয় গ্রেডে যাওয়ার সুযোগ ছিল না।
সরকারি কলেজসমূহের মধ্যে অনার্স এবং অনার্স-মাস্টার্স কলেজের বিভাগীয় প্রধানের পদটিও চতুর্থ গ্রেডের অধ্যাপক পদমর্যাদার, আবার অধ্যক্ষ ও উপাধ্যক্ষের পদটিও চতুর্থ গ্রেডের অধ্যাপক পদমর্যাদার। তাই প্রশাসনিক ভারসাম্য আনয়ন ও শৃঙ্খলার স্বার্থে বিভাগীয় শহরের ৯টি কলেজ ও অন্যান্য জেলার ৮৬টি কলেজ মোট ৯৫টি কলেজের অধ্যক্ষ পদের বেতন গ্রেড জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুযায়ী চতুর্থ গ্রেড থেকে তৃতীয় গ্রেডে উন্নীত করা হয়েছে।
Discussion about this post