নিজস্ব প্রতিবেদক
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ- এনটিআরসিএ’র মাধ্যমে বেসরকারি কলেজে ডিগ্রি স্তরে শিক্ষক নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার। রবিবার (৩ জুন) রাতে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়েছে।
অফিস আদেশে বলা হয়, ‘বেসরকারি শিক্ষক নিবন্ধন আইন ২০০৫’ এর ১০ ধারা এবং জাতীয় বিশ্ববিদ্যালয় প্রণীত ‘শিক্ষা প্রতিষ্ঠান অধিভুক্তির রেগুলেশন ২০১৯’ অনুযায়ী এনটিআরসিএ’র মাধ্যমে নিবন্ধন ছাড়া কোনও শিক্ষক নিয়োগ দেওয়া যায় না। তাই ডিগ্রি স্তরে এনটিআরসিএ’র নিবন্ধনধারী শিক্ষক নিয়োগের লক্ষ্যে জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষকের চাহিদা দিতে হবে।
চাহিদা দেওয়ার প্রক্রিয়া সম্পর্কে বলা হয়, জেলা শিক্ষা কর্মকর্তার মাধ্যমে সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষরা ডিগ্রি কলেজের শিক্ষক পদের চাহিদা দিতে পারবেন।
Discussion about this post