নিজস্ব প্রতিবেদক
খুলনা বিশ্ববিদ্যালয়ের নতুন ট্রেজারার হলেন অমিত রায় চৌধুরী। শূন্য থাকার ১১ মাস পর এ পদে নিয়োগ দেওয়া হলো।
মঙ্গলবার (১৬ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব মো. মাহমুদুল আলমের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে অমিত রায় চৌধুরীকে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার পদে চার বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বাগেরহাটের গভর্মেন্ট ফকিরহাট ফজিলাতুন্নেছা মুজিব মহিলা ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ।
২০২১ সালের ৯ সেপ্টেম্বর খুলনা বিশ্ববিদ্যালয়ের পূর্ববর্তী ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ এর কর্মমেয়াদ শেষ হয়। এরপর থেকে অদ্যাবধি পদটি ফাঁকা ছিল।
Discussion about this post