নিজস্ব প্রতিবেদক
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) আওতাভুক্ত দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত কর্মচারীদের পদোন্নতি দেওয়া হবে। এ লক্ষ্যে জ্যেষ্ঠতার ভিত্তিতে ১৭৯ জন কর্মচারীর তালিকা করা হয়েছে।
বুধবার (১৫ সেপ্টেম্বর) মাউশির ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়।
এতে আরও বলা হয়েছে, এসব অভিযোগ বা আপত্তি নিম্পত্তির লক্ষ্যে পত্র প্রকাশের তারিখ হতে পরের সাত কর্মদিবসের মধ্য প্রয়োজনীয় প্রমাণাদির কাগজপত্র প্রতিষ্ঠান প্রধানের অগ্রায়নসহ ডাকযোগে/বিশেষ বাহক মারফত মাউশিতে পাঠানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
‘উপর্যুক্ত পদে পদোন্নতি বিবেচনার লক্ষ্যে ২০২১ সালের মূল বার্ষিক গোপনীয় প্রতিবেদন (এসিআর) দুই সেট ফটোকপিসহ পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে। বুধবার থেকে পরবর্তী সাত কার্মদিবসের মধ্যে সব তথ্য পাঠাতে বলা হয়েছে’ বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন
Discussion about this post