শিক্ষার আলো ডেস্ক
অনুমতি ছাড়া ছুটি কাটানোর অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আরও চার অধ্যাপককে চাকরিচ্যুত করা হয়েছে। সোমবার (১৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম এ তথ্য জানান। এর আগে গত ৬ নভেম্বর অনুষ্ঠিত সিন্ডিকেটের এক বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
চাকরিচ্যুত চার অধ্যাপক হলেন, নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সায়েমা খাতুন, পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আরিফুর রহমান, দর্শন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আলী ও ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সাব্বির আহমেদ চৌধুরী।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য সকলের অংশগ্রহণ থাকা জরুরি। সবার অংশগ্রহণ থাকলে শিক্ষা ও গবেষণায় বিশ্ববিদ্যালয় এগিয়ে যাবে। যারা এখনো অননুমোদিত ছুটিতে আছেন আমি তাদেরকে অতিদ্রুত বিশ্ববিদ্যালয়ে যোগদানের জন্য বলব। অন্যথায় বিশ্ববিদ্যালয় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হবে।’
Discussion about this post