শিক্ষার আলো ডেস্ক
খুলনা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে বরখাস্ত এবং দুই শিক্ষককে অপসারণের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। সেই সঙ্গে তাঁদের চাকরিতে পুনর্বহাল করারও নির্দেশ দিয়েছেন আদালত।
শিক্ষকদের রিটের পরিপ্রেক্ষিতে জারি করা রুল নিষ্পত্তি করে আজ বৃহস্পতিবার ( ১৭ নভেম্বর ) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের বেঞ্চ এই রায় দেন।
তিন শিক্ষক হলেন-বাংলা ডিসিপ্লিনের সহকারী শিক্ষক মো. আবুল ফজল, ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের প্রভাষক হৈমন্তী শুক্লা কাবেরী ও বাংলা ডিসিপ্লিনের প্রভাষক শাকিলা আলম।
আদালতে শিক্ষকদের পক্ষে ছিলেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। তিনি জানান, ওই তিনজনকে ২০২০ সালের ১ ও ২ জানুয়ারি শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানানোর কারণে গত বছর চাকরিচ্যুত করা হয়। পরে সেই সিদ্ধান্তের বিরুদ্ধে তাঁরা রিট করেন।
Discussion about this post