নিজস্ব প্রতিবেদক
সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব ধরনের শিক্ষকের সংযুক্তি (বদলি) বাতিল করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
মন্ত্রণালয় থেকে সম্প্রতি এ সংক্রান্ত অফিস আদেশ জারি করে সংযুক্তিতে থাকা শিক্ষকদের মূল কর্মস্থলে যোগদান করতে নির্দেশনা দেওয়া হয়েছে।
সংযুক্তিকৃত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা ১৫ ডিসেম্বরের মধ্যে মূল কর্মস্থলে যোগদান করবেন। সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসাররা বর্ণিত শিক্ষকদের যোগদানের তথ্যসহ প্রতিবেদন মহাপরিচালকের দপ্তরে ২০ ডিসেম্বরের মধ্যে আবশ্যিকভাবে পাঠাবেন।
মন্ত্রণালয় জানায়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০২০ এর ফলাফল আগামীকাল ১৪ ডিসেম্বর প্রকাশ করা হবে। ৩২ হাজার ৫৭৭ জন নিয়োগ করার কথা থাকলেও মন্ত্রণালয় থেকে আরও পাঁচ হাজার পদে নিয়োগ দেওয়া হবে।
Discussion about this post