শিক্ষার আলো ডেস্ক
শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল ৩০ দিনের মধ্যে প্রকাশের বাধ্যবাধকতা থাকলেও ১৭তম নিবন্ধনের ক্ষেত্রে সেটি সম্বব হচ্ছেনা বলে জানিয়েছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এর বিশেষ সুত্র। আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে প্রিলির ফল প্রকাশ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও জনায় এই সুত্রটি।
জানা গেছে, ৬ লাখের বেশি চাকরিপ্রার্থীর খাতা পিএসসি’র নন-ক্যাডার শাখার মাধ্যমে মূল্যায়ন করা হবে।পিএসসি’র একটি সূত্র জানিয়েছে, পরীক্ষার্থীদের ওএমর শিট মূল্যায়নের জন্য তাদের চারটি মেশিন রয়েছে। এই মেশিনগুলো দিয়ে খাতা মূল্যায়ন করতে প্রায় ১৫ দিনের মত সময় প্রয়োজন হবে। ১০ থেকে ১৫ ফেব্রুয়ারির মধ্যে ফল তৈরি করে তারা এনটিআরসিএ’র কাছে হস্তান্তর করবেন।
প্রসঙ্গত, বিজ্ঞপ্তি প্রকাশের দীর্ঘ ৩৪ মাস পর ১৭তম নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। গত বছরের ৩০ ডিসেম্বর স্কুল-২ ও স্কুল এবং ৩১ ডিসেম্বর কলেজ পর্যায়ের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
Discussion about this post