শিক্ষার আলো ডেস্ক
‘লোকবিদ আশরাফ স্মৃতি সিদ্দিকী স্মৃতি পুরস্কার’ অর্জন করলেন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফোকলোর স্টাডিজ বিভাগের প্রভাষক ড. এরশাদুল হক। ইতিহাস একাডেমী ঢাকা কর্তৃক আয়োজিত ‘ইতিহাস ও ঐতিহ্য’ বিষয়ক ১৮ তম আন্তর্জাতিক সম্মেলনে উত্তরবঙ্গের ‘ঐতিহ্যবাহী পেশা ঘুটে কুড়ানি ও বারানি’ শিরোনামে প্রবন্ধ পাঠ করে সেরা প্রাবন্ধিক হয়েছেন তিনি।
শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতিহাস একাডেমী আয়োজিত ‘ইতিহাস ও ঐতিহ্য’ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে এ পুরস্কার প্রদান করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল বাছির এবং সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. গোলাম ফারুক।
সম্মেলনে চার ক্যাটাগরিতে চারজন প্রাবন্ধিককে সেরা প্রবন্ধ পুরস্কার প্রদান করা হয়। উক্ত সম্মেলনে ইতিহাসবিদ আবদুল করিম স্মৃতি পুরস্কার (মধ্যযুগ), ইতিহাসবিদ কেএম মোহসীন স্মৃতি পুরস্কার (ঔপনীবেশিকযুগ), ইতিহাসবিদ এ এস সালাউদ্দীন আহমেদ স্মৃতি পুরস্কার (বাংলাদেশের মুক্তিযুদ্ধ), লোকবিদ আশরাফ সিদ্দিকী স্মৃতি পুরস্কার (সংস্কৃতি) এই চার ক্যাটাগরিতে চারজন প্রাবন্ধিককে সেরা প্রবন্ধ পুরস্কার দেয়া হয়।
Discussion about this post