শিক্ষার আলো ডেস্ক
চলতি (জুন) মাসে প্রকাশ করা হবে সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রামের (সেসিপ) আওতাধীন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ট্রেড ইনস্ট্রাক্টর নিয়োগের বিজ্ঞপ্তি। আগামী ১০ জুনের মধ্যে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের কথা রয়েছে।
জানা গেছে, সারা দেশে সেসিপ পরিচালিত ৬৪০টি স্কুল রয়েছে। এই প্রতিষ্ঠানগুলোতে ট্রেড ইনস্ট্রাক্টর নিয়োগ দেওয়া হয় এনটিআরসিএ’র মাধ্যমে। এই প্রতিষ্ঠানগুলোতে ২৪৮টি পদ ফাঁকা রয়েছে। এই পদগুলোতে নিয়োগ দিতে শূন্য পদের চাহিদা বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কাছে পাঠানো হয়েছে।
এনটিআরসিএ’র সূত্র থেকে জানা যায় , সেসিপের মাধ্যমে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ২৪৮ জন ট্রেড ইনস্ট্রাক্টর নিয়োগ দিতে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি চাওয়া হয়েছে। মন্ত্রণালয় থেকে অনুমতি পাওয়ার পর এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
এ বিষয়েজানতে এনটিআরসিএ’র সচিব মো. ওবায়দুর রহমান জানান, সেসিপ থেকে আমাদের কাছে ২৪৮ জন ট্রেড ইনস্ট্রাক্টর নিয়োগের চাহিদা পাঠানো হয়েছিল। আমরা এটি যাচাই করে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছি। মন্ত্রণালয়ের অনুমোদন পেলেই দ্রুত সময়ের মধ্যে এই বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারবো।
Discussion about this post