শিক্ষার আলো ডেস্ক
আগামী আগস্ট মাসে দেশের প্রাথমিক স্কুলগুলোতে শূন্য পদের বিপরীতে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা নেওয়ার প্রস্তুতি নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)।
তবে এর আগে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। ঈদের আগেই এক বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে। সংশ্লিষ্ট সূত্রে এমন তথ্য জানা গেছে।
এ বিষয়ে ডিপিই পরিচালক (পলিসি ও অপারেশন) মনিষ চাকমা বলেন, চলতি মাসের মধ্যে বাকি দুই বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করার চেষ্টা চলছে। এরপরই আগস্টের মধ্যে নিয়োগ পরীক্ষার প্রথম ধাপের পরীক্ষা নেওয়ার প্রস্ততি নেওয়া হয়েছে।
জানা যায়, দেশের প্রাথমিক স্কুলে শূন্য পদে শিক্ষক নিয়োগের জন্য বিভাগওয়ারী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ডিপিই। ইতোমধ্যে রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, রংপুর, ময়ময়সিংহ, এই ছয় বিভাগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বাকি ঢাকা ও চট্টগ্রাম বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তি শিগগিরই প্রকাশ করা হবে।
এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান জানান, বাকি দুই বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তিও প্রকাশের প্রস্তুতি শেষ। যে কোনো মুহূর্তে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। তবে তিন পার্বত্য জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের নিয়োগ প্রক্রিয়া পার্বত্য জেলা পরিষদ সম্পন্ন করে থাকে। তাই এ জেলা বাদে বাকি জেলার নিয়োগ পরীক্ষা চলতি বছরের আগস্টে শুরু হতে পারে।
ডিপিই সূত্র জানায়, চলমান নিয়োগ বিজ্ঞপ্তিতে সাত হাজার শিক্ষক নিয়োগ দেওয়ার কথা থাকলেও এই সংখ্যা শেষ পর্যন্ত ১৫ হাজারের বেশি হতে পারে।
Discussion about this post