শিক্ষার আলো ডেস্ক
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের শূন্য পদের তথ্য পাঠানোর নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আগামী ১৮ জুলাইয়ের মধ্যে নির্ধারিত ছকে এ তথ্য পাঠাতে বলা হয়েছে।
মঙ্গলবার (১১ জুলাই) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পলিসি ও অপারেশন) মনীষ চাকমা স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়, ৩০ জুন পর্যন্ত প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের শূন্য পদের তথ্য প্রয়োজন। আগামী ১৮ জুলাইয়ের মধ্যে ইমেইলে (ad.recruitdpe@yahoo.com) নির্ধারিত ছক মোতাবেক প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের অনুমোদিত, কর্মরত ও শূন্য পদে তথ্য পাঠানোর জন্য বলা হলো।
Discussion about this post