শিক্ষার আলো ডেস্ক
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আরবি বিভাগের পরীক্ষায় রোববার (১ অক্টোবর) পরিদর্শকের দায়িত্ব পালন করেন বিভাগের সাবেক সভাপতি অধ্যাপক ড. এসএম রফিকুল আলম। পরীক্ষার ডিউটি শেষে বাসা যাওয়ার পর রাতেই স্ট্রোক করেন তিনি।
সোমবার (২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে কুমিল্লায় শেষ নিশ্বাস ত্যাগ করেন অধ্যাপক ড. এসএম রফিকুল আলম।
আরবি বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ নেয়ামত উল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল ড. রফিকুল আলম স্যার স্ট্রোক করেন। চট্টগ্রাম শহরের ন্যাশনাল হাসপাতালে আইসিইউতে ভর্তি করানো হয়েছিল। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার উদ্দ্যেশে রওয়ানা হলে পথেই তিনি মারা যান।
তিনি আরও বলেন, গত রোববারও তিনি পরীক্ষার হলে রুটিন দায়িত্ব পালন করেছেন। হাসিখুশিভাবে সবার সঙ্গে কথা বলেছেন। তার আকস্মিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।
অধ্যাপক ড. এস এম রফিকুল আলম চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শিলকূপ গ্রামের মরহুম মকবুল আহমদ ও জান্নাত খাতুন এর সন্তান। ১৯৯৭ সালে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন। মৃত্যুকালীন তিনি স্ত্রী ও চার ছেলে সন্তান রেখে যান।
Discussion about this post