নিজস্ব প্রতিবেদক
অনেক শিক্ষা প্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটি বা গভর্নিংবডির মেয়াদোত্তীর্ণ হয়েছে। সেসব জটিলতা নিরসন করছে ঢাকা শিক্ষা বোর্ড। পুনরায় কমিটি গঠন করা সম্ভব হয়নি এমন শিক্ষা প্রতিষ্ঠানেগুলোর শিক্ষক-কর্মচারীদের বেতন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং জেলা প্রশাসকদের প্রতিস্বাক্ষরে তোলা যাবে বলে জানিয়েছে বোর্ড।
বুধবার (৬ মে) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে এ সংক্রান্ত নোটিশ জারি করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়,দেশে মারাত্মক করোনা সংক্রমণ পরিস্থিতি বিরাজমান থাকার কারণে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।
ফলে এসময়ে যেসব শিক্ষা প্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটি বা গভর্নিংবডির মেয়াদ উত্তীর্ণ হয়েছে বা পুনঃ ম্যানেজিং কমিটি গঠন করা সম্ভব হয়নি অথবা কমিটির কার্যক্রম স্থগিত আছে, সেসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীর বেতন-ভাতা উত্তোলনের স্বার্থে প্রতিষ্ঠানের বিলে উপজেলার ক্ষেত্রে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং জেলা সদরের ক্ষেত্রে জেলা প্রশাসকের প্রতিস্বাক্ষরে বেতন-ভাতা উত্তোলন করা যাবে।
Discussion about this post