শিক্ষার আলো ডেস্ক
স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষকদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বিষয়ক প্রশিক্ষণ দেবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। প্রথমে ধাপে সারা দেশের ৬০ জন শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হবে। পাঁচ দিনব্যাপী এই প্রশিক্ষণের জন্য এরইমধ্যে শিক্ষকদের তালিকা প্রকাশ করা হয়েছে।
বুধবার (১৭ জানুয়ারি) মাউশির প্রশিক্ষণ শাখার উপ-পরিচালক ড. মোনালিসা খানের সই করা এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ও এর আওতাধীন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের অংশগ্রহণে পাঁচ দিনব্যাপী অনলাইন ও পাঁচ দিনব্যাপি অফলাইন এআই বিষয়ক প্রশিক্ষণে অংশগ্রহণকারী বিভিন্ন সরকারি কলেজের শিক্ষা ক্যাডার শিক্ষকদের তালিকা প্রকাশ করা হয়েছে। দুই ব্যাচে ৩০ জন করে মোট ৬০ জন শিক্ষক এই প্রশিক্ষণ পাবেন।
অনলাইনে প্রথম ব্যাচের প্রশিক্ষণ আগামী ২১ জানুয়ারি তারিখ সকাল নয়টা থেকে শুরু হবে। এ প্রশিক্ষণ চলবে আগামী ২৫ জানুয়ারি পর্যন্ত। প্রথম ব্যাচের অফলাইনে প্রশিক্ষণ শুরু হবে আগামী ৪ ফেব্রুয়ারি থেকে, চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত।
অনলাইনে দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণ আগামী ২১ জানুয়ারি তারিখ সকাল নয়টা থেকে শুরু হবে। এ প্রশিক্ষণ চলবে ২৫ জানুয়ারি পর্যন্ত। অফলাইনে দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণ শুরু হবে আগামী ৪ ফেব্রুয়ারি, চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত।
Discussion about this post