ধ্রুপদী রিপন
এসো তবে বাস্তবে
স্বপ্নে নয়, এসো বাস্তবতায়; পরস্পরে আলিঙ্গন করি
মিশে যাই চলো জন্ম-জন্মান্তরে—হারিয়ে যাই চলো
যেখানে আকাশ বিশালতার দুয়ার খুলে হাতছানি দিয়ে
ডাকে। প্রজাপতির ডানায় ভর দিয়ে চলো উড়ে উড়ে
যাই সীমানা ছাড়িয়ে বহুদূর। দূরত্ব কমিয়ে পরস্পরে
চলো অস্তিত্বের স্বকীয়তাও যাই ভুলে। চলে এসো তুমি,
চলে এসো তবে অস্তিত্ব সাথে নিয়ে আমার বাস্তবতায়।
আজ তবে ঘুমাই
আজ তবে ঘুমাই; আর আকাশে রঙধনু উঠলে তোমরা
দেখে নিয়ো। আরও আরও বাদলে এ বুক ভিজে যাক
তবু হালকা হোক হৃদয়। তোমরা ভালো থাকো কুসুমে
ফোটা ফুলে, যেখানে প্রতি পাপড়িতে লেখা থাকলো কিছু,
অনেক কিছুর ভিড়েই না হয় লেখা থাকলো আমার নাম।
মালিকানা
যে ফুল ফুটেছে আজ কোনো এক বাগানে,
হোক সে ফুল আরও আরও লোকালয় থেকে বহুদূরের কোনো এক নিরালায়,
অথবা হোক সে অ্যামাজানের গহিনে অতৃপ্তির ঢেকুর তুলে কাটিয়ে দেয়া জীবন;
হোক সে আরও আরও কিছু—কোনো এক কালে তোমার কল্পনায় ফোটা গোলাপ কিংবা বকুল;
এ জীবনে অধিকারের প্রশ্ন আসে যতোবার,
অগণিত দিনে সেই তো আমার আপন হয়েছে—বিলিয়ে দিয়েছে শরীর-মন আরাধনার যাবতীয় উপাত্ত সমেত,
সাথে নীরবতা; ওর প্রতি সুবাসে তো আমারও ভাগ আছে—আমিও যে ওর আপন-অংশীদার।
Discussion about this post