চৌধুরী রওশন ইসলাম।
হে জননী, বসুন্ধরা, আজিকে বিদায়।
এতকাল সুখে-দুখে তোমারে জড়িয়ে
কাটিয়েছি জীবনের সোনামাখা দিন।
তোমার স্তন্য দান করে অশেষ ঋণে
আমারে জড়িয়েছ— স্নেহসুধা সঞ্চিত
করে পুষ্টি দিয়েছ আমারে রাত্রিদিন
সীমাহীন; বঞ্চিত করো নি কখনও।
যা-কিছু রাগ ক্ষোভ মান ও অভিমান
জমে ছিল অন্তরে, আজিকে এ বিদায়ে
মুছে দিয়ে তার সব, নিষ্কলুষ চিত্তে
আর কোনো জগতের দ্বারপ্রান্তে গিয়ে
দাঁড়াবো ক্লান্ত নত-মস্তকে— ক্ষীণ আশা
হৃদয়ে নিয়ে হে জননী, হয়তো কেহ
সেখানেও দাঁড়িয়ে আছে তোমারি মতো।
Discussion about this post