প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে এক মাসব্যাপী ১৫শ বর্গফুটের প্রদর্শনী শিল্পের আয়োজন চলছে। গত (২৮ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর ৭৪ তম জন্মদিন উপলক্ষে ‘দ্যা ট্রাম্পেড অব কনসাইন্স’ শীর্ষক স্থাপনা শিল্প প্রদর্শনীর শুরু হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা প্লাজায় কিউরেটর শিল্পী অভিজিৎ চৌধুরীর তত্ত্বাবধানে তিনটি প্রতিষ্ঠানে শিল্পীরা প্রদর্শনীর আয়োজন করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউট, ঢাকা আর্ট কলেজ এবং ইউডার ১৫ জন শিল্পী স্থাপনাশিল্প নির্মাণে অংশ নিয়েছেন। এ চিত্রপ্রদর্শনী অনুষ্ঠান উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এবং কথা-সাহিত্যিক সেলিনা হোসেন। জানা যায়, গত বছর থেকে শেখ হাসিনার জন্মদিনে এ প্রদর্শনীর আয়োজন করা হয়।
কিউরেটর অভিজিৎ চৌধুরী জানান, ১১টি ভাগে ভাগ করে এ স্থাপনা শিল্প নির্মাণ করা হয়েছে । শেখ হাসিনার ৭৪তম জন্মদিনে একটি ভিডিও চিত্রের মাধ্যমে এ স্থাপনা শিল্পকে আরও প্রাণবন্ত করে তুলেছে। সব মিলিয়ে ১৯ জন শিল্পী সম্মিলিতভাবে এ শিল্প নির্মাণ করছেন।
Discussion about this post