শিক্ষার আলো ডেস্ক
পাক হানাদার বাহিনীর সৈন্যরা দড়ি দিয়ে বেঁধে একদল মানুষকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ঘাঁটিতে নিয়ে যাচ্ছে । সেখানে নিয়েই বুট আর রাইফেলের আঘাতে তাদের নির্যাতন করা হচ্ছে। নির্যাতনের শিকার হচ্ছেন নারীরাও। বাবা-মায়ের সামনেই তাদের ওপর চালানো হচ্ছে বর্বর নির্যাতন। সন্তানহারা মায়ের আহাজারিতে ভারি হয়ে উঠছে পরিবেশ।
এটি বাস্তব কোনো চিত্র নয়। তবে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরিবেশ থিয়েটারের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাওয়া ‘জোহা হল কথা কয়’ শীর্ষক নাটকের ট্রেইলার এটি।
বুধবার (৩ নভেম্বর) অভিনব এ সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ৯ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা হলে ‘জোহা হল কথা কয়’ শীর্ষক নাটকটি মঞ্চায়ন হবে।
নাটকের পরিচালক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের অধ্যাপক ড. আতাউর রহমান রাজু বলেন, বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজিত ‘গণহত্যার পরিবেশ থিয়েটার মঞ্চায়ন’ শিরোনামে বিশেষ কার্যক্রমের আওতায়‘জোহা হল কথা কয়’ শীর্ষক নাটকটি মঞ্চায়িত হবে। আগামী ৯ নভেম্বর সন্ধ্যা ৬টায় মঞ্চস্থ করা হবে।
নাটকটিতে অংশগ্রহণকারী কলাকুশলীর সংখ্যা ২২১ জন। তারা বিভিন্ন ইউনিটের মাধ্যমে মঞ্চে নাটক পরিবেশনা করবেন। মোট ৭১ মিনিটের এই নাটকটিতে নির্দিষ্ট কোনো মঞ্চ নেই বলে জানান অধ্যাপক রাজু। মুক্তিযুদ্ধের সময়ে কী ধরনের ঘটনা ঘটেছিল আর আজকের বাস্তবতা দুটোই নাটকে উপস্থাপন হবে বলে জানিয়েছেন তিনি।
Discussion about this post