বিনোদন ডেস্ক
রাজধানীর ধানমন্ডির গ্যালারি চিত্রকে শুরু হয়েছে শিল্পী টুটুল আহমেদের একক চিত্র প্রদর্শনী ‘দাগ’।’ চা পাতার নির্যাসে আঁকা ভিন্নধর্মী ৭০টির বেশি চিত্রকর্ম নিয়ে ১৫ দিনব্যাপী প্রদর্শনীটির উদ্বোধন করা হয় গতকাল ২৮ মে (শনিবার)।
প্রধান অতিথি হিসেবে প্রদর্শনীর উদ্বোধন করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। প্রধান অতিথির বক্তব্যে আসাদুজ্জামান নূর বলেন, ‘স্বাধীনতার আগে বা পরে শিল্পীদের ভূমিকা কখনই রচিত হয়নি। এটা আমাদের জন্য দুর্ভাগ্য। আমাদের ইতিহাস আছে, ঐতিহ্য আছে, সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে সেগুলো ধরে রাখতে হবে।
মঞ্চসারথী আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকর্মী খুশি কবির। আগামী ১১ জুন পর্যন্ত চলবে প্রদর্শনীটি। সকাল ১১টা থেকে রাত ৯ টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
Discussion about this post