শিক্ষার আলো ডেস্ক
দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তিতে জেলা কোটা বাতিল করা হয়েছে। আগে মোট আসনের ২০ শতাংশ জেলা কোটা থেকে শিক্ষার্থী ভর্তি করানো হত। রোববার (২৪ ডিসেম্বর) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষা নিয়ে আয়োজিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এতদিন মেডিকেলের মোট আসনের ২০ শতাংশ আসন বরাদ্দ ছিলো জেলা কোটায় আবেদন করা শিক্ষার্থীদের জন্য। এই কোটা সবার জন্যই প্রযোজ্য। ২০২২-২৩ শিক্ষাবর্ষে জেলা কোটায় প্রায় ৭৫০ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পেয়েছিলেন। গড়ে প্রতিটি জেলা থেকে প্রায় ১২ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পেয়েছেন। তবে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে এই সুযোগ পাবেন না শিক্ষার্থীরা।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. শাহরিয়ার নবী গণমাধ্যমকে বলেন, ‘মেডিকেল ভর্তিতে কোটার প্রচলন কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এজন্য এবার ভর্তির ক্ষেত্রে ২০ শতাংশ জেলা কোটা বাতিল করা হয়েছে।’
Discussion about this post