শিক্ষার আলো ডেস্ক
চট্টলার কৃতী সন্তান সাবেক শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল পূর্ণমন্ত্রী হয়ে নতুন মন্ত্রীসভায় শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। দায়িত্ব পাওয়ার পরপরই সাংবাদিকদের মুখোমুখি হন এই তরুণ শিক্ষামন্ত্রী ।
শিক্ষামন্ত্রী তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, শিক্ষায় ব্যাপক উন্নয়ন হয়েছে এবং রুপান্তরের কাজ চলমান রয়েছে। চ্যালেঞ্জ আগেও ছিলো ভবিষ্যতেও থাকবে। এখন আমাদের কাজ হচ্ছে স্মার্ট বাংলাদেশ গঠনের জন্য অংশীজনদের নিয়ে শিক্ষা ব্যবস্থা রূপান্তরের মাধ্যমে স্মার্ট জনগোষ্ঠী সৃষ্টির কাজে আত্মনিয়োগ করা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার ইশতেহারে ঘোষণা করেছেন, “উন্নয়ন হয়েছে দৃশ্যমান, এবার বাড়বে কর্মসংস্থান” । তাই কর্মমুখী শিক্ষা ব্যবস্থার ওপর গুরুত্ব দিয়ে সকল প্রকল্প বাস্তবায়ন করা হবে এবং ইতোমধ্যে শিক্ষা ক্ষেত্রে চলমান কাজগুলো এগিয়ে নেওয়া হবে ।
তিনি আরও বলেন, কর্মসংস্থান সংশ্লিষ্ট যত দক্ষতা আছে, সেগুলো আমরা আমাদের কারিকুলামে নিয়ে আসতে চাই। এতে করে আমাদের শিক্ষার্থীরা কর্মসংস্থানের বিষয়টি মাথায় রেখে নিজেদের শিক্ষা বিষয়ে পরিকল্পনা সাজাতে পারবে। মূলত কর্মসংস্থানের বিষয়টি মাথায় আমরা নিজেরাও পুরো শিক্ষাব্যবস্থা নিয়ে কাজ করতে চাই।
শিক্ষাব্যবস্থা নিয়ে চলমান অপপ্রচার থেকে অভিভাবকদের সতর্ক থাকারও আহ্বান জানিয়েছেন নতুন শিক্ষামন্ত্রী।রাতারাতি শিক্ষার কোনো কিছু পরিবর্তন করা সম্ভব নয়। নতুন কারিকুলামে কেবল পাঠদান শুরু হয়েছে। বইগুলো বিদ্যালয়ে যাওয়া শুরু হয়েছে। এখানে কি কি সমস্যা রয়েছে তা আমাদের দেখতে হবে। সমস্যা না দেখে এ বিষয়ে মন্তব্য করা ঠিক হবে না। কোনো সমস্যা দেখা দিলে তা নিয়ে সকল অংশীজনদের সাথে আলোচনা করব। এরপর সিদ্ধান্ত নেওয়া হবে যে কি কি পরিবর্তন দরকার।
আরও পড়ুন: সততা ও দক্ষতার সামষ্টিক মূল্যায়নে শিক্ষামন্ত্রী হলেন মহিবুল হাসান চৌধুরী নওফেল
বৃহস্পতিবার রাতে শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, এর আগের সফল সরকারে আমি একটি দায়িত্ব পালন করেছি। নতুন সরকার কেবল শুরু হলো। এখানে আমাকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। এজন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
মহিবুল হাসান চৌধুরী বলেন, সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি অনেক উন্নয়ন করেছেন ।তিনিসহ শিক্ষাবিদদের সাথে নিয়ে আমরা এই পরিবারকে আরও এগিয়ে নিয়ে যাব। কারণ শিক্ষার সাথে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম জড়িত।
Discussion about this post