সুমামাহ ইবনে আব্দুল্লাহ (রহঃ) বলেনঃ “একদা গ্রীষ্মকালীন সময়ে হজরত আনাস (রাঃ) এর নিকট তার বাগানের মালী অনাবৃষ্টওর অভিযোগ করলো।
তিনি পানি আনালেন এবং ওজু করলেন এবং নামাজ পড়লেন। তারপর মালীকে বললেনঃ “তুমি কি কিছু দেখতে পাচ্ছ?”
সে বললোঃ “আমি কিছুই দেখতে পাচ্ছি না।”
তিনি আবার নামাজ পড়লেন। এভাবে তৃতীয় অথবা চতুর্থবারে বললেনঃ “দেখ!”
মালী বললোঃ “আমি পাখির ডানা পরিমাণ মেঘ দেখছি।”
এরপর তিনি নামাজ ও দুয়ায় মশগুল থাকলেন।
অতঃপর তার মালী এসে বললোঃ “আকাশ মেঘে ছেয়ে গেছে ও বৃষ্টি পড়ছে।
তিনি বললেনঃ “বিশর ইবনে শাগাফের ঘোড়াটিতে চড়ে দেখ, কোন পর্যন্ত বৃষ্টি হয়েছে।
সে ঘোড়ায় চড়ে এসে দেখে বললোঃ “বৃষ্টি মুসায়েরীন ও কৃজবানের মহলগুলিও অতিক্রম করেনি।” (অর্থাৎ শুধুমাত্র তাদের বাগানেই বৃষ্টি হয়েছে)
(ইবনে সা’দ, হায়াতুস সাহাবা)
সুবহানআল্লাহ! সাহাবীদের মত এভাবে আল্লাহ্ নামাজের মাধ্যমে সকল সমস্যার সমাধান করার তওফিক দান করুন। আমিন।
Discussion about this post