সেরাতুল মুস্তাকীম ডেস্ক
ইসলাম পরিমিতিবোধ শেখায়। যেকোনো কাজে মধ্যপন্থা অবলম্বন করা মহানবী (সা.)-এর সুন্নত। দৈনন্দিন জীবনে ব্যয়ের ক্ষেত্রে মধ্যপন্থা অবলম্বনে বিশেষ গুরুত্ব দেয় ইসলাম। এ কারণে কোরআন-হাদিসে অপচয় ও অপব্যয় নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে কৃপণতা করতেও নিষেধ করা হয়েছে।
আল্লাহ তাআলা বলেন, ‘হে আদম সন্তান, প্রতিবার নামাজের সময় তোমরা সুন্দর পোশাক গ্রহণ করো। আর পানাহার করো; কিন্তু অপচয় কোরো না। নিশ্চয়ই তিনি অপচয়কারীদের পছন্দ করেন না।’ (সুরা আরাফ: ৩১) অন্য আয়াতে তিনি বলেন, ‘আর তারা যখন ব্যয় করে, তখন অপব্যয় করে না এবং কার্পণ্যও করে না; বরং মাঝামাঝি অবস্থানে থাকে।’ (সুরা ফুরকান: ৬৭) অন্য আয়াতে এরশাদ হয়েছে, ‘তুমি একেবারে ব্যয়কুণ্ঠ হইয়ো না, আর একেবারে মুক্তহস্তও হইয়ো না, তাহলে তুমি তিরস্কৃত ও নিঃস্ব হয়ে বসে থাকবে।’ (সুরা ইসরা: ২৯)
পবিত্র কোরআনে অপচয়কারীকে শয়তানের ভাই বলা হয়েছে। কারণ সে ভোগ-বিলাসে মত্ত হয়ে শয়তানের অনুসরণ করতে শুরু করে। ফলে শয়তান যেমন অভিশপ্ত, অপচয়কারীও অভিশপ্ত। কারণ সম্পদ নষ্ট করা আল্লাহ ভীষণ অপছন্দ করেন। যেমন মহানবী (সা.) বলেন, ‘আল্লাহ তোমাদের তিনটি বিষয় পছন্দ করেন আর তিনটি অপছন্দ করেন। আল্লাহর পছন্দের বিষয়গুলো হলো—তাঁর ইবাদত করা, তাঁর সঙ্গে কাউকে অংশীদার না করা এবং সবাই মিলে ঐক্যবদ্ধ থাকা, বিচ্ছিন্ন না হওয়া। আর আল্লাহর অপছন্দনীয় তিন বিষয় হলো—অহেতুক কথা বলা, অহেতুক প্রশ্ন করা ও অনর্থক সম্পদ বিনষ্ট করা।’ (মুসলিম: ১৭১৫)
অতএব ব্যক্তি, পরিবার ও সমাজে পরিমিতিবোধের চর্চা বাড়ানো দরকার এবং জীবনের সব ক্ষেত্রে প্রয়োজন অনুসারে খরচ করা উচিত।
Discussion about this post