শিক্ষার আলো ডেস্ক
চলতি বছর শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৬ শিক্ষার্থী জাতিসংঘের মিলেনিয়াম ফেলোশিপ প্রোগ্রাম ২০২৪-এর জন্য নির্বাচিত হয়েছেন।
গত বুধবার (১৪ আগস্ট) ফেলোশিপের এই ফলাফল প্রকাশ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচিত ক্যাম্পাস ডিরেক্টর মো. রিফাত ইসলাম।
জাতিসংঘ একাডেমিক ইমপ্যাক্ট এবং মিলেনিয়াম ক্যাম্পাস নেটওয়ার্ক কর্তৃক পরিচালিত এই প্রোগ্রামটি সারা বিশ্বের তরুণ শিক্ষার্থীদের নেতৃত্বের দক্ষতা উন্নয়নে উৎসাহিত করে এবং জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য তাদের চ্যালেঞ্জ নিয়ে কাজ করতেও অনুপ্রাণিত করে।
এই বছরের মিলেনিয়াম ফেলোশিপ ছিল প্রতিযোগিতামূলক। মিলেনিয়াম ক্যাম্পাস নেটওয়ার্ক টিমের তথ্যমতে, এবছর সারা বিশ্বের ১৭০টি দেশের ৬,০০০ ক্যাম্পাস থেকে মোট ৫২,৫৮১ জন শিক্ষার্থী মিলেনিয়াম ফেলোশিপের আবেদন করেন। তাদের মধ্য থেকে ৪০টি দেশের ২০০ ক্যাম্পাসকে নির্বাচন করা হয়। যার মাধ্যমে ৪,০০০ শিক্ষার্থীকে মিলেনিয়াম ফেলো হিসেবে মনোনীত করা হয়েছে।
নির্বাচিত শিক্ষার্থীরা হলেন-
ব্যবসায় প্রশাসন বিভাগের আহমদ রেজা সামি, শারমিন সুলতানা কলি, হাসান আহমদ, এস এম আনিসুর রহমান, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনলজি বিভাগের এস এম ইউসুফ উদ্দিন, রিফাত সুমাইয়া জামান, আলভি আলম, রসায়ন বিভাগের শরীফুজ্জামান নাইম, মেহেদী হাসান ফাহাদ, এস এম সাখাওয়াত সাকিব নিলয়, পলিটিক্যাল স্টাডিজ বিভাগের জসীম উদ্দিন ও মো. রিফাত ইসলাম,সমাজকর্ম বিভাগের মো. আতাউর রহমান রিফাত, সালমা হুমায়রা, সমাজবিজ্ঞান বিভাগের এম মহসিন ও মোহাম্মদ মিনহাজ ,নৃবিজ্ঞান বিভাগের মো. আমরুল কায়েছ সাকিব ও সাইমা ইসলাম, অর্থনীতি বিভাগের সৈয়দ তাহমিদ আলম, ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাসের তীর্থ দাস, লোকপ্রশাসন বিভাগের হামজা আসাদুল্লাহ, সমুদ্র বিজ্ঞান বিভাগের মো. আবু ইউসুফ, ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টী টেকনোলজি বিভাগের মুনীরাহ বিনতে মিজান, পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের আনিকা তাহসিন অর্থী, বাংলা বিভাগের মো আব্দুল ওয়াহিদ হাসান ও ইংরেজি বিভাগের সিদরাতুল মুনতাহা।
এতে ক্যাম্পাস ডিরেক্টর হিসেবে সিলেকশন পেয়েছেন ব্যবসায় প্রশাসন বিভাগের শারমিন সুলতানা কলি ও পলিটিক্যাল স্টাডিজ বিভাগের মো. রিফাত ইসলাম।
আরও পড়ুন-বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ
এ বিষয়ে মিলেনিয়াম ফেলোশিপ -২০২৩ এ শাবিপ্রবির ফেলো পলিটিক্যাল স্টাডিজ বিভাগের হাবিবুর রহমান মাসরুর বলেন- এটি দ্বিতীয় বারের মতো আমাদের ক্যাম্পাস মিলেনিয়াম ফেলোশিপের জন্য মনোনীত সিলেকশন পেয়েছে। এই প্রোগ্রামটি সরাসরি জাতিসংঘের সাথে কাজ করে এবং আমি এর প্রতিনিধি হিসেবে গেল এপ্রিলে আমেরিকার নিউইয়র্কে জাতিসংঘের ইয়ুথ ফোরামে অংশ নিয়েছিলাম। আমি আশাবাদী আমাদের এবছরের ফেলোশিপ প্রাপ্ত শিক্ষার্থীরা অনেক ভালো করবেন এবং আমাদের ক্যাম্পাসকে সারা বিশ্বে প্রতিনিধিত্ব করবেন।
Discussion about this post