শিক্ষার আলো ডেস্ক
এবার জাতীয় পর্যায়ে আন্তঃবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতা-২০২৪ এ দেশসেরা হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)।
গত শুক্রবার (১ নভেম্বর) বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে সিএসসি ফেস্ট-২০২৪ স্ট্যান্ডিংস্ প্রতিযোগিতায় সর্বোচ্চ সমস্যা সমাধান করে চ্যাম্পিয়ন হয় সাস্ট ফ্যানাটিক্স। প্রতিযোগিতায় অংশগ্রহণ করা ১১৩টি দলকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হয় এই টিম।
চ্যাম্পিয়ন দলের সদস্যরা হলেন- বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে অধ্যয়নরত ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাজমুল হাসান নাঈম, ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আলফেহ সানি ও ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সারওয়ার রিফাত।
আরও পড়ুন-ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ পেলেন শাবিপ্রবির আট শিক্ষার্থী
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে সিএসসি ফেস্ট-২০২৪ ফেস্টে শাহজালাল বিশ্ববিদ্যালয় থেকে সাস্ট ফ্যানাটিকস, ফাইমডেসাং, সাস্ট আন্ডার প্রিভিলাইজড কিডস, সাস্ট মাইগ্রোসেনা, সাস্ট রোলডব্যাক ও সাস্ট জুভেনাইল মোট ছয়টি প্রোগ্রামিং দল অংশগ্রহণ করে। এরমধ্যে দেশের ১১৩টি দলের মধ্যে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সাস্ট ফ্যানাটিকস ছাড়াও ফাইমডেসাং অষ্টম, সাস্ট আন্ডার প্রিভিলাইজড কিডস ১৩তম, সাস্ট মাইগ্রোসেনা ১৯তম, সাস্ট রোলডব্যাক ৬৮তম ও সাস্ট জুভেনাইল ৭৮তম স্থান অর্জন করে।
Discussion about this post