শিক্ষার আলো ডেস্ক
প্রথমবারের মতো নেটওয়ার্ক অব ইয়াং বায়োটেকনোলজিস্টস অব বাংলাদেশ (এনওয়াইবিবি) আয়োজন করেছে বাংলাদেশ জাতীয় জীবপ্রযুক্তি থিসিস উপস্থাপন প্রতিযোগিতা-২০২৪।
গত শুক্রবার (২০ ডিসেম্বর) কেন্দ্রীয় কচি-কাঁচার মিলনায়তনে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে।
প্রতিযোগিতায় জিন প্রকৌশল ব্যবহার করে অটিজম রোগ নির্ণয়ের থিসিস উপস্থাপন করে চ্যাম্পিয়ন হয়ে ‘মুনিরা বকুল বেস্ট প্রেজেন্টেশন এওয়ার্ড’ পান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) এর জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ আল বিরুনী। এছাড়া মশক নিধনের নতুন প্রযুক্তি নিয়ে থিসিস উপস্থাপন করে রানার্সআপ হন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের জীবপ্রযুক্তি অনুষদের শিক্ষার্থী তানজিন বরকতউল্লাহ। তৃতীয় স্থান অর্জন করেছেন আহমেদ জুবায়ের।
সারাদেশের ২৭টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রাথমিক পর্বে তাদের স্নাতকোত্তরের জীবপ্রযুক্তি বিষয়ক থিসিস গবেষণা উপস্থাপন করেন। সেখান থেকে চূড়ান্ত পর্বে সেরা ৭ জন প্রতিযোগী তাদের থিসিস উপস্থাপন করেন। এ সময় তারা ক্যানসার রোগ নির্ণয়ের নতুন পদ্ধতি, অটিজম শনাক্তকরণ, বর্জ্য ব্যবস্থাপনা, মশক নিধন, কারখানার রংয়ের উৎপাদন, ডায়রিয়া, খাদ্যদূষণ ও খাদ্যনিরাপত্তা ইত্যাদি বিষয়ে জীবপ্রযুক্তির ব্যবহার নিয়ে তাদের থিসিস উপস্থাপন করেন।
আরো পড়ুন-প্রোগ্রামিং প্রতিযোগিতায় দেশসেরা শাবিপ্রবির ‘সাস্ট ফ্যানাটিক্স’
এসময় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. মোহাম্মদ রেজওয়ানুল হক। বক্তব্য রাখেন মূল আয়োজনের সমন্বয়ক ও এনওয়াইবিবির সহ-সভাপতি (ইভেন্ট) রাগিব মুত্তাকী, আইইডিসিআর জেনেটিক ডিজিজ রিসার্চ প্রোগ্রামের বৈজ্ঞানিক কর্মকর্তা এবং এনওয়াইবিবির সাবেক সভাপতি মো. আরিফ খান প্রমুখ।
আয়োজিত অনুষ্ঠান সহযোগিতায় ছিল ডিজিজ বায়োলজি এন্ড মলিকিউলার এপিডারমিওলজি রিসার্চ গ্রুপ এবং ক্যানসার কেয়ার এন্ড রিসার্চ ট্রাস্ট বাংলাদেশ (সিসিআরটি)।
Discussion about this post