শিক্ষার আলো ডেস্ক
বৈশ্বিকভাবে স্বীকৃত রোবোটিকস প্রতিযোগিতা ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জের (ইউআরসি)-২০২৫ এর আসরে শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে অনুষ্ঠিত প্রতিযোগিতায় জায়গা করে নিয়েছে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মার্স রোভার টিম, প্রজেক্ট আলতাইর! প্রথমবারের মতো প্রতিযোগিতায় অংশ নিয়েই তারা দেখিয়েছে চমকপ্রদ দক্ষতা, যেখানে ১১৪টি দলের কঠোর প্রতিদ্বন্দ্বিতার মধ্য থেকে মাত্র ৩৬টি দল ফাইনালের জন্য নির্বাচিত হয়েছে।
এই অসাধারণ অর্জনের পেছনে রয়েছে প্রজেক্ট আলতাইর টিমের প্রতিটি সদস্যের অক্লান্ত পরিশ্রম এবং একাগ্র প্রচেষ্টা। এবার চূড়ান্ত প্রতিযোগিতার জন্য দলটি যুক্তরাষ্ট্রের দক্ষিণ ইউটাহর মঙ্গল মরুভূমি গবেষণা কেন্দ্রে (MDRS) পাড়ি জমাবে, যেখানে তাদের রোভার ‘মুসাফির ২.০’ ফাইনাল রাউন্ডে শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য লড়াই করবে।
মানুষের মঙ্গলযাত্রাকে আরও অর্থবহ করতে ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জের এই আয়োজন। মঙ্গলগ্রহ সম্পর্কে আরও নতুন নতুন তথ্য জানা এবং লাল গ্রহটিতে মানুষের বসবাসের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ করতে প্রতি বছর এ আয়োজন করে স্বনামধন্য আন্তর্জাতিক অলাভজনক প্রতিষ্ঠান মার্স সোসাইটি।
মহাকাশ নিয়ে আগ্রহী শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত ইউআরসি প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে নিজেদের তৈরি রোভারের ক্ষমতা এবং পরিচালন দক্ষতা প্রদর্শন করে অংশগ্রহণকারী দলগুলোর প্রতিযোগীরা। সক্ষমতা প্রকাশের অংশ হিসেবে অনুসন্ধান, স্বয়ংক্রিয় নেভিগেশন, চরম পরিস্থিতি মোকাবেলার সক্ষমতা এবং ইকুইপমেন্ট সার্ভিসিংয়ের মতো বিষয়গুলোর ওপর নিজেদের দক্ষতার প্রমাণ দেন আইইউটি শিক্ষার্থীরা।
Discussion about this post