অনলাইন ডেস্ক
বিশ্বজুড়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে নেতৃত্বদানকারী ১৭ জন তরুণের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশি তরুণ জাহিন রাজিন। জাতিসংঘ তাদের নির্বাচিত করেছে। জাতিসংঘের ওয়েবসাইটে শুক্রবার বিশ্বের বিভিন্ন অঞ্চলের এ তরুণদের তথ্য প্রকাশিত হয়েছে।
জাতিসংঘের ওয়েবসাইটে বলা হয়েছে, প্রযুক্তির কল্যাণে ভবিষ্যৎ বদলে দেওয়ার স্বপ্ন দেখেন ২২ বছর বয়সী জাহিন। `কোয়ান্টাম পলিকেমিকস বায়োটেকনোলজি` নামের একটি কোম্পানির তিনি প্রতিষ্ঠাতা। এ প্রতিষ্ঠানটি পরিবেশবান্ধব ও সহজে পচনশীল পণ্য তৈরি করে থাকে। মূলত বিভিন্ন কোম্পানি যাতে প্যাকেজিং, খাদ্য সরবরাহ, কৃষিকাজ, টেপটাইলসহ বিভিন্ন ক্ষেত্রে পরিবেশবান্ধব বায়োপ্লাস্টিক ব্যবহার করা শুরু করে, সে লক্ষ্যেই পণ্য উৎপাদন করছে কোয়ান্টাম পলিকেমিকস।
জাহিন রাজিন আরও কয়েকটি স্টার্টআপ নিয়ে কাজ করছেন। এর মধ্যে একটি হলো `হাইড্রোকুয়োপ্লাস`। এ প্রতিষ্ঠানটি নিরাপদ পানির সরবরাহ নিয়ে কাজ করে থাকে। এ ছাড়া `লিংউইং` নামের একটি শিক্ষামূলক উদ্যোগ আছে জাহিনের। আরেক প্রতিষ্ঠান `অ্যাকুয়ালিঙ্ক রোবটিকস`-এর মাধ্যমে ইন্টারনেট অব থিংস (আইওটি) ডিভাইস ব্যবহার করে বিভিন্ন কোম্পানির অটোমেশনের কাজেও জড়িত আছেন জাহিন রাজিন। তিনি এ প্রতিষ্ঠানের সহ-প্রতিষ্ঠাতা।
জাতিসংঘ বলছে, টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে প্রতি দুই বছরের জন্য এমন তরুণ নেতৃত্ব বাছাই করা হয়। বাংলাদেশ ছাড়াও এ তালিকায় অস্ট্রেলিয়া, ব্রাজিল, চীন, কলম্বিয়া, যুক্তরাষ্ট্র প্রভৃতি দেশের তরুণরা আছেন।
Discussion about this post