শিক্ষার আলো ডেস্ক
ওআইসিভুক্ত দেশগুলোর মধ্যে উদ্যোক্তা, দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টিতে বিশেষ ভূমিকা রাখা উদ্যোগের জন্য সেরা হয়েছেন বাংলাদেশের ইমরান ফাহাদ। প্রযুক্তি নির্ভর স্যোশাল ভেঞ্চর ‘ইন্সপায়রিং বাংলাদেশ’ উদ্যোগের জন্য এই সম্মাননা পেয়েছেন তিনি।
ঢাকা ওআইসি ইয়্যুথ ক্যাপিটাল ২০২০ এর অধীনে ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত (১২ জুন ২০২১) এন্ট্রাপ্রিনিউরশিপ, স্কিলস অ্যান্ড এমপ্লয়মেন্ট ক্যাম্পের সমাপনী অনুষ্ঠানে প্রথম স্থান অর্জনকারী হিসেবে তাকে এবারের চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রী এম. এ. মান্নান।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক কোঅপারেশন ইয়্যুথ ফোরাম (আইসিওয়াইএফ) প্রেসিডেন্ট তাহা আয়হান।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো: আখতার হোসেন এবং যুব উন্নয়ন অধিদপ্তর এর মহাপরিচালক মো: আজহারুল ইসলাম খান।
অনুষ্ঠানে তিন মাস ধরে চলা প্রতিযোগিতার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
প্রতিযোগিতায় জর্ডান থেকে পোস্টহাব প্রজেক্টের জন্য দ্বিতীয় স্থান অধিকার করেন আলবারাসনেহ আলি এবং কার্বন অ্যাডন্স প্রজেক্টের জন্য তৃতীয় স্থান অধিকার করেন ইন্দোনেশিয়া থেকে মোহাম্মদ নওফাল।
Discussion about this post