শিক্ষার আলো ডেস্ক
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) প্রাক্তন শিক্ষার্থী সুমাইয়া রহমান যুক্তরাষ্ট্রের অবার্ন বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত থ্রি মিনিট থিসিস (থ্রিএমটি) প্রতিযোগিতায় প্রথম হয়েছেন । একইসঙ্গে দর্শকদের সর্বোচ্চ ভোট পেয়ে তিনি পিপলস চয়েস অ্যাওয়ার্ডও জিতেছেন।
প্রতিযোগিতায় তিনি তার থিসিসের বিষয় ‘সাস্টেইনেবল ফুড প্যাকেজিং ফর ফিউচার ওয়ার্ল্ড’ উপস্থাপন করেন।
থ্রিএমটি হলো এমন একটি প্রতিযোগিতা যেখানে প্রতিযোগীদের তিন মিনিটের মধ্যে তার গবেষণার বিষয়বস্তুকে এমনভাবে উপস্থাপন করতে হয় যেনো তা বিশেষজ্ঞদের পাশাপাশি সাধারণ মানুষও সহজে বুঝতে পারেন। ১২০ জন প্রতিযোগী নিয়ে ১ সেপ্টেম্বর থেকে প্রতিযোগিতাটি শুরু হয়েছিল। এরপরে ১১ নভেম্বর প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে ১০ জনকে হারিয়ে প্রথম হন সুমাইয়া।
এ বিষয়ে সুমাইয়া রহমান বলেন, প্রথম হয়ে আমি অনেক আনন্দিত। আগামী দিনেও আমি আমার মেধা ও পরিশ্রম দিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের নাম উজ্জ্বল করার চেষ্টা করবো।
সুমাইয়া রহমান খুবির ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের ১২ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। বর্তমানে তিনি অবার্ন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ফরেস্ট্রি অ্যান্ড ওয়াইল্ড লাইফ সায়েন্সেস বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী। পাশাপাশি তিনি সেন্টার ফর অ্যাডভান্সড সায়েন্স, ইনোভেশন অ্যান্ড কমার্স-এ কর্মরত আছেন।
Discussion about this post