শিক্ষার আলো ডেস্ক
বাংলা সংগীতের প্রতিবাদী এক কণ্ঠস্বরের নাম মাহমুদ হাসান তবীব। যিনি কিনা তবীব মাহমুদ নামেই বেশি পরিচিত। ক্যারিয়ারের শুরু থেকেই সামাজিক সচেতনতাসহ বিভিন্ন বিষয়ভিত্তিক গান করে প্রশংসা কুড়িয়ে আসছেন ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ুয়া এই তরুণ।
বেশিরভাগ ক্ষেত্রেই নিজের আবিষ্কৃত ‘গলি বয়’ খ্যাত রানা মৃধাকে নিয়ে গান করে থাকেন তবীব। তবে এবার একক কণ্ঠে নিয়ে তুলে ধরলেন নিরাপদ সড়কের দাবি। যেসব কারণে সড়কে দুর্ঘটনা ঘটে সেসব কারণকে মনে করিয়ে দিয়ে তবীব গাইলেন সচেতনতামূলক এই গান।
‘থামাও গতি’ শিরেনামের গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি এর কথা-সুরও করেছেন তবীব নিজে। সংগীতায়োজনে শুভ্র রাহা। আজ সোমবার (২৯ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ ‘মাহমুদ হাসান তবীব’ থেকে লিরিক ভিডিও আকারে গানটি উন্মুক্ত করা হয়।
গানটির প্রথম দুটি লাইন-‘ছোট ছোট শিশুদের সড়কের জ্ঞান নেই, অথচ ওদের রোজ স্কুলে যেতে হয়’।
তবীব বলেন, ‘বাংলাদেশের তথা ঢাকা শহরের অনেক বড় একটি সমস্যা অনিরাপদ নড়ক। নিজেদের অসচেতনতা, চালকের ভুল’সহ নানান কারণে প্রতিদিনই সড়ক মানুষ প্রাণ হারাচ্ছে। এটা বন্ধ হওয়া উচিত। এই বিষয়ে সবাইকে সচেতন করতেই আমার এই গান। আমি মনে করি, নিরাপদ সড়ক নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব।’
Discussion about this post