শিক্ষার আলো ডেস্ক
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ছয় শিক্ষার্থী দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য স্বল্পমূল্যের ইলেকট্রনিক ব্রেইল ডিভাইস বানিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স বিষয়ক সংগঠন রোবসাস্ট-এর একটি দল ‘‘আই-ব্রেইল’’ নামে ডিভাইসটি তৈরি করেছেন।
এর মাধ্যমে দৃষ্টি প্রতিবন্ধীরা যেকোনো ডিজিটাল ডিভাইস যেমন কম্পিউটার, মোবাইল, ল্যাপটপের পিডিএফ বা লেখা গল্প অনায়াসে পড়তে পারবেন।
টিমের সদস্যরা হলেন- মোয়াজ মোহাম্মদ আব্দুল করীম, ইরফান নাফিজ শাহান, আল-মুবিন খান নাবিল, তাসনুভা চৌধুরী, অর্নব পল ও প্রমিত দে।
দল সূত্রে জানা যায়, ব্রেইল সেল সংযুক্ত করে কম্পিউটার মাউস সদৃশ তারা একটি ডিভাইসের নকশা তৈরি করেন যার মাধ্যমে একজন দৃষ্টি প্রতিবন্ধী মানুষও সাধারণ মানুষের মতো মাউস ব্যবহার করে যেকোনো লিখিত ডকুমেন্ট স্ক্যান করে বা ডিজিটাল ডিসপ্লের সঙ্গে সংযোগ করে এর লেখা পড়তে পারবেন।
শিক্ষার্থীদের উদ্ভাবিত ডিভাইসের মাধ্যমে হাতে লেখা বা ডিজিটাল লেখাকে ব্রেইলে রূপান্তর করা যাবে।
বর্তমানে বাজারে যে সব ব্রেইল ডিসপ্লে পাওয়া যায় সেগুলোর মূল্য দুই থেকে ছয় লাখ টাকা। বাংলাদেশের মানুষের জন্য যেটি অনেক বেশি। তাই তাদের কথা বিবেচনায় নিয়ে ডিভাইসের মূল্য সর্বোচ্চ ৯ হাজার টাকার মধ্যে নিয়ে আসা হয়েছে। তাদের এ লক্ষ্য অর্জনে সবচেয়ে বেশি অবদান রাখছে ব্রেইল ডিসপ্লের গতানুগতিক প্রযুক্তির পরিবর্তে তড়িৎ চুম্বক নির্ভর সাশ্রয়ী একটি প্রযুক্তির ব্যবহার।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, শিক্ষার্থীদের এই ব্যতিক্রমী উদ্ভাবন শাবিপ্রবির জন্য অবশ্যই গর্বের। নতুন বিষয় উদ্ভাবনে শাবিপ্রবি শিক্ষার্থীরা এর আগেও সাফল্য দেখিয়েছে। এইসব বিষয় থেকে সামনের সময়গুলোতে শিক্ষার্থীরা আরও নতুন কিছু উদ্ভাবন ও গবেষণায় আগ্রহ পাবে।
Discussion about this post