অনলাইন ডেস্ক
প্রতিবন্ধী শব্দটি শুনলে সবার আগে আমাদের চোখের সামনে যে দৃশ্যটি ভেসে ওঠে তা হচ্ছে, একজন মানুষের শারীরিক বা মানসিক সীমাবদ্ধতার চিত্র। কিন্তু অনেকেই এই সীমাবদ্ধতার গণ্ডি পেরিয়ে এগিয়ে গেছেন অনেক দূর।
২১ বছর বয়সী তাহমিদ আহমেদ চৌধুরী তেমনই একজন বাক ও শ্রবণ প্রতিবন্ধী যিনি সীমাবদ্ধতার সব সূত্রকে মিথ্যা প্রমাণ করে নিজেকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়।
২০১৯ সালে নেপালে সাউথ এশিয়ান গেমস ডাউনহিলে দেশের প্রতিনিধিত্ব করেছিল চট্টগ্রামের ফটিকছড়ির উপজেলার আহমেদ আবু রাহাত চৌধুরী ও নুরুন্নেচ্ছা বেগম দম্পতির বড় ছেলে জন্মগতভাবে বাক ও শ্রবণ প্রতিবন্ধী তাহমিদ আহমেদ চৌধুরী।
তাহমিদের মা মনে করেন, সঠিক প্রশিক্ষণ ও পৃষ্ঠপোষকতা পেলে মাউন্টেন বাইকিংয়ে বিশ্বের অন্যতম সেরা বাইকার হিসেবে দেশের জন্য সম্মান বয়ে আনতে পারবে। সেসাথে অন্যান্য বাইকারও চান ক্রীড়াক্ষেত্রে মাউন্টেন বাইকিং এ ইভেন্টে সবার সহযোগিতা।
কখনো হাতের ইশারায়, কখনো বা অবিব্যক্তি দিয়ে মা ও বোনের সঙ্গে ভাব বিনিময় করে বিশেষ চাহিদা সম্পন্ন মাউন্টেন মাউন্টেন বাইকার তাহমিদ। জন্ম থেকে তিনি শুনতে পান না তাই কথাও বলতে পারেন না।
শারীরিক সীমাবদ্ধতা নিয়েই পাহাড়ের অসমতল রাস্তায় বিশেষ সাইকেল চালান তাহমিদ। বাংলাদেশে এই খেলা এখনো তেমন জনপ্রিয় নয়। তবে, নেপাল, থাইল্যান্ড, ভারত, চীন, জাপানসহ এশিয়ার অনেক দেশে এই সাইকেল বাইকিং বেশ জনপ্রিয়।
তাহমিদের মা নুরুন্নেচ্ছা জানান, ইউটিউবে নেপালের এক পেশাদার বাইকার রাজেশ মাগারের মাউন্টেন বাইকিং ভিডিও দেখে সাইকেল নিয়ে আগ্রহ সৃষ্টি হয় তার। সেই থেকে এমন মাউন্টেন বাইকিং নিয়ে রেকর্ড গড়ার নেশা তাহমিদের মাথায় আসে।
মাউন্টেন বাইকাররা বলছেন, অনেক সীমাবদ্ধতা সত্ত্বেও বাংলাদেশে প্রায় পাচশ’র এর বেশি মাউন্টেন বাইকার রয়েছে। তাহমিদ তাদের মধ্যে অন্যতম। প্রশিক্ষণ ও সহযোগিতা তিনি আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব করতে পারবেন।
কথা বলতে না পারলেও ইশারা ভাষায় মায়ের মাধ্যমে তাহমিদ জানান, তার স্বপ্ন বিশ্বের সেরা মাউন্টেন বাইকার হওয়া। তাই দেশের তরুণদের মধ্যে তিনি এই খেলা জনপ্রিয় করতে চান।
তাহমিদকে নিয়ে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা এবং সাবেক মেয়র আ জ ম নাসির বলেন, তাহমিদকে সব ধরণের সহায়তা দিতে তিনি প্রস্তুত।
২০১৯ সালে নেপালে অনুষ্টিত সাউথ এশিয়ান গেমসে বাংলাদেশের হয়ে প্রথম ডাউনহিলে অংশ নেন তাহমিদ। ২০২১ সালে এমটিবি বাংলাদেশ এন্ডোরো চ্যাম্পিয়শিপেও তিনি প্রথম হয়েছেন।
Discussion about this post