শিক্ষার আলো ডেস্ক
আন্তর্জাতিকভাবে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থীদের গবেষণার ক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিযোগিতা ‘সামার ইন্টার্ন কম্পিটিশন অব রিসার্চ অ্যাবস্ট্রাক্ট সাবমিশন’। এ প্রতিযোগিতায় এবারের পর্বে তৃতীয় স্থান লাভ করেছেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী রিফাত আব্দুল্লাহ।
রিফাত বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স (সিইপি) বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী।রিফাত আব্দুল্লাহ মাদারীপুরের কালকিনি উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের ক্রোকিরচর গ্রামের বাসিন্দা। তার বাবার মো. রফিক ঘরামী। মা শিউলি বেগম।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) প্রতিযোগী রিফাতের মেন্টর সিইপি বিভাগের অধ্যাপক ড. আবু ইউসুফ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘চিটাগুড় থেকে ইথানল উৎপাদন বৃদ্ধিকরণ’ বিষয়ক রিসার্চ পেপারের জন্য এ স্থান লাভ করেন রিফাত। আমেরিকার ইনস্টিটিউট অব কেমিক্যাল ইঞ্জিনিয়ার্স (এআইসিএইচই) এ প্রতিযোগিতার আয়োজন করে থাকে। এ প্রতিযোগিতার ফাইনাল পর্ব সাধারণত অক্সফোর্ড ইউনিভার্সিটিতে হয়। তবে করোনা মহামারির কারণে এবারের প্রতিযোগিতা ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়েছে।
এর আগে গত বছরের ১২ ডিসেম্বর প্রথম ধাপে রিসার্চ পেপার জমা দিয়েছিলেন রিফাত। এরপর ১২ জানুয়ারি দ্বিতীয় ধাপে রিসার্চ পেপার সিলেকশন এবং সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। ২১ ফেব্রুয়ারি তৃতীয় ধাপের ডেমো প্রেজেন্টেশন শেষে বৃহস্পতিবার ফাইনাল পর্ব অনুষ্ঠিত হয়।
ফাইনালে প্রতিদ্বন্দ্বিতাকারী চার শিক্ষার্থীর মধ্যে প্রথম হয়েছেন কানাডার কেন্না, দ্বিতীয় হয়েছেন যুক্তরাষ্ট্রের টমাস বারনি এবং তৃতীয় হয়েছেন শাবিপ্রবির রিফাত আব্দুল্লাহ।
Discussion about this post