অনলাইন ডেস্ক
মাদকবিরোধী বার্তা সাথে নিয়ে সাইকেল যাত্রায় অংশ নিলেন চার তরুণ শিক্ষার্থী। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৭ টায় ‘সুস্বাস্থ্য মাদকের চেয়ে শক্তিশালী, মাদককে না বলুন’ এই বার্তা নিয়ে মনোহরদী বাসস্ট্যান্ড থেকে তাদের যাত্রা শুরু হয়।
‘মাদকবিরোধী’ এই বার্তা নিয়ে নরসিংদীর মনোহরদী থেকে নেত্রকোনা জেলার দুর্গাপূরে যাচ্ছেন চার তরুণ।
‘দ্যা প্যাডেলার্স মনোহরদী’ সামাজিক সংগঠনের মাদকবিরোধী সাইকেল রাইডে অংশ নেওয়া চারজন হলেন, মো. শাহাদাত হোসেন সানি, নরসিংদী পাবলিক কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী মো. আইয়ূব খান, মনোহরদী পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী মো. দীপ্ত ও গাজীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী রাকিবুল ইসলাম স্বাধীন।
সাইকেল যাত্রায় অংশ নেওয়া শাহাদাত হোসেন সানি জানান, দিন দিন মাদকাসক্তদের সংখ্যা বেড়েই চলছে। যে তরুণরা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখাবে সেই তরুণরাই আজ মাদকের ছোবলে বিপথগামী হয়ে উঠেছেন। তরুণ সমাজের প্রতি মাদক ছেড়ে শান্তির পথে আসার বার্তা জানাতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
Discussion about this post