শিক্ষার আলো ডেস্ক
আমাজনে চাকরি পেয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ফলিত গণিত বিভাগের শিক্ষার্থী আহমেদ কাওছার। ই-মেইলের মাধ্যমে কাওছারকে বিষয়টি নিশ্চিত করেছে আমাজন কর্তৃপক্ষ।
কাওছার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন স্টেটে অবস্থিত আমাজনের হেড কোয়ার্টারে অ্যাপ্লায়েড সায়েন্টিস্ট হিসেবে কাজ করবেন। চলতি বছরের জুনে যোগ দেয়ার কথা রয়েছে তার।
চাকরির পাওয়ার প্রক্রিয়া সম্পর্কে তিনি বলেন, নরমালি সবাই যেভাবে আবেদন করে আমিও সেভাবে আবেদন করি। পরে জুম অ্যাপে কোডিং, মেশিন লার্নিং, ম্যাথম্যাটিক্স, স্টাটিস্টিক্স এসব বিষয়ে সাক্ষাতকার নেন তারা। পরে ই-মেইলের মাধ্যমে তারা আমার চাকরি নিশ্চিত করেন।
তিনি আরো বলেন, আমাজনের মতো এমন প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ পেয়ে বেশ ভালো লাগছে। এমন প্রতিষ্ঠানে চাকরি পাওয়ার অনুভূতি সত্যিই অসাধারণ। আমাজন, ফেসবুক গুগলের মতো প্রতিষ্ঠানে চাকরি পাওয়ার অনুভূতিই আলাদা।
এর আগে দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন পদক পান কাওছার। ভারত থেকে সায়েন্টিস্ট অব দ্য ইয়ার, সিংগাপুর, মরক্কো থেকে শ্রেষ্ঠ গবেষণা পদক, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে শ্রেষ্ঠ গবেষণা পদক ও ন্যাশনাল আইসিটি পদক পান তিনি।
এ ছাড়াও রবি আর ডেঞ্জারে চ্যাম্পিয়ন হন কাওছার। কৃত্রিম বুদ্ধিমত্তার উপর তার ৪১টি গবেষণাপত্র বিভিন্ন জার্নালে প্রকাশিত হয়েছে। আমাজন ছাড়াও মাইক্রোসফট ও আইবিএম কোম্পানিতেও কাজের সুযোগ পেয়েছিলেন মেধাবী এই তরুণ।
Discussion about this post