শিক্ষার আলো ডেস্ক
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের (বিজেএস) ১৪তম সহকারী জজ পরীক্ষার মেধাতালিকায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চমকপ্রদ সাফল্য অর্জন করেছেন।
গতকাল বৃহস্পতিবার (২১ এপ্রিল) বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের ওয়েবসাইটে প্রকাশিত ফলাফলে শিক্ষার্থীদের এমন সাফল্য লক্ষ্য করা হয়েছে।
জানা যায়, এবছর বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের (বিজেএস) পরীক্ষায় সেরা পাঁচজনের চারজনই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। যেখানে ১ম হয়েছেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৩৯ ব্যাচের শিক্ষার্থী সুমাইয়া নাসরিন শামা, ২য় হয়েছেন জান্নাতুন নাঈম মিতু এবং ৪র্থ হয়েছেন ঈশরাত জাহান আশা এবং ৫ম হয়েছেন ৩৭ তম ব্যাচের শিক্ষার্থী আতিয়া খাতুন।
মেধা তালিকায় সাফল্য অর্জনকারী সকল শিক্ষার্থীকে অভিনন্দন জানিয়ে আইন বিভাগের সভাপতি অধ্যাপক হাসিবুল আলম প্রধান বলেন, বিভাগের শিক্ষার্থীদের এমন সাফল্য সত্যিই খুব আনন্দ ও গর্বের। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অদম্য এই মেধাবী শিক্ষার্থীরা আবারো প্রমাণ করলো আমাদের ঐতিহ্যবাহী আইন বিভাগই সেরা। এছাড়া কর্মজীবনে সকলকে ন্যায়ের সাথে কাজ করে যাওয়ার আহ্বান জানান তিনি।
Discussion about this post