শিক্ষার আলো ডেস্ক
ইউরোপের সবচেয়ে মর্যাদাপূর্ণ ও জনপ্রিয় স্কলারশিপ ‘ইরাসমাস মুন্ডাস’ পেলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থী সুলতানা চৌধুরী।
তিনি বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং (এসিসিই) বিভাগের (২০১২-১৩) শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বশেমুরবিপ্রবি শিক্ষার্থী হিসেবে তিনিই প্রথম এই কৃতিত্বের অধিকারী।
স্কলারশিপটির মাধ্যমে এই কৃতি শিক্ষার্থী স্পেন, পর্তুগালসহ ৩ দেশের ৩টি বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ কর্তৃপক্ষের খরচে মাস্টার্স করার সুযোগ পাবেন।
এর আগে গত ফেব্রুয়ারি ইরাসমাস মেন্ডাস ক্যাটালগের ওয়েবসাইট থেকে সারা বিশ্বের মাস্টার্স ও পিএইচডি করতে আগ্রহী শিক্ষার্থীদের আহবান জানানো হয়। পরে আবেদনসহ যাবতীয় যোগ্যতা প্রদর্শনের পর স্কলারশিপের জন্য সুলতানা চৌধুরীকে মনোনীত করা হয়।
এ বিষয়ে সুলতানা চৌধুরী জানান, আমার এ স্কলারশিপ পাওয়ার জন্য সর্বপ্রথম মহান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। পাশাপাশি আমার বাবা- মাসহ সব শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আসলে কোনো কিছু পাওয়ার জন্য লেগে থাকতে হয়। অদম্য ইচ্ছা আর অপ্রাণ চেষ্টা মানুষকে সফলতা এনে দেয়। ইরাসমাস মুন্ডাস স্কলারশিপে আগ্রহী শিক্ষার্থীদের করণীয় বিষয়ে তিনি আরো জানান, এই স্কলারশিপে আবেদন করার ক্ষেত্রে আপনাকে আইইলটিএস-এ উপযুক্ত স্কোর করতে হবে।
তবে কারো শিক্ষাপ্রতিষ্ঠান যদি ইংরেজি মাধ্যমের হয়ে থাকে তাহলে শিক্ষাপ্রতিষ্ঠানের মিডিয়াম অফ ইন্সট্রাকশন পত্র দিয়ে আবেদন করা যাবে। এছাড়াও মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রামে আবেদনের ক্ষেত্রে সর্বশেষ আপনি যে বিষয়ে পড়েছেন তার সনদ ও ট্রান্সক্রিপ্ট, জীবনবৃত্তান্ত, ইংরেজি ভাষাশিক্ষার স্কোর, শিক্ষার্থীর কাঙ্খিত পড়ালেখা সম্পর্কিত মোটিভেশন লেটার ও শিক্ষার্থী সম্পর্কে যথাযথ ধারণা রাখেন এমন দুজন যোগ্য ব্যক্তির সুপারিশপত্র (রিকমেন্ডেশন লেটার) দিয়ে আবেদন করতে হয়। দেশি বিদেশি জার্নালে আপনার প্রকাশিত গবেষণাপত্র যদি থাকে তাহলে তা জমা দিলে অনেক এগিয়ে থাকা যায়।
এ বিষয়ে এসিসিই বিভাগের সভাপতি ড.মো. নূরুন্নবী বলেন, সুলতানার সফলতা জেনে ভালো লাগলো। বিশ্ব পরিমণ্ডলে নিজেদের শিক্ষার্থীদের পৌঁছানোর কথা আসলেই গৌরবের। আমি তার সফলতা কামনা করি৷ ভবিষ্যতেও আমাদের শিক্ষার্থীরা আরও এগিয়ে যাবে এই আশা রাখি।
প্রতি বছর বাংলাদেশ থেকে শিক্ষার্থীরা যে কয়টি মর্যাদাপূর্ণ স্কলারশিপ নিয়ে বিদেশে মাস্টার্স করতে যান, ইরাসমাস মুন্ডাস মাস্টার্স স্কলারশিপ তার মধ্যে অন্যতম। এটি ইউরোপের সবচেয়ে মর্যাদাপূর্ণ ও জনপ্রিয় স্কলারশিপ। মূলত মাস্টার্সে অধ্যয়নের জন্য এই স্কলারশিপটি প্রদান করা হয়। ১৯৮৭ সাল থেকে শুরু হওয়া এই স্কলারশিপ গত ৩০ বছর ধরে শিক্ষার্থী ও গবেষকদের কাছে অত্যন্ত আকর্ষণীয় ও সম্মানজনক স্কলারশিপ বলে মনে করা হয়। উচ্চশিক্ষা ও গবেষণার জন্য বিভিন্ন দেশের সরকার ও সংস্থা প্রতিবছরই মেধাবী শিক্ষার্থীদের অজস্র স্কলারশিপ দিচ্ছে।
সর্বশেষ শিক্ষাবর্ষেও বাংলাদেশ থেকে ৫০ জনের বেশি শিক্ষার্থী এই স্কলারশিপ নিয়ে ইউরোপের বিভিন্ন দেশে পড়াশোনা করছেন। ইরাসমাস মুন্ডাস স্কলারশিপের পুরো প্যাকেজ বেশ আকর্ষণীয়। প্রোগ্রাম চলাকালে যে বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করা হবে, তার টিউশন ফি সম্পূর্ণ মওকুফ।
এছাড়াও প্রতিমাসে ১১০০-১২০০ ইউরো বৃত্তি দেয়া হয়। এছাড়া স্বাস্থ্য ও জীবন বীমা, ট্রাভেল অ্যালায়েন্স, এয়ারফেয়ারেরও ব্যবস্থা রয়েছে।
Discussion about this post