শিক্ষার আলো ডেস্ক
ওয়ার্ল্ড ইউনিভার্সিটি ডিবেটিং চ্যাম্পিয়নশিপ-২০২২ এর খেতাব জিতল বাংলাদেশেরই দুই তরুণ। ফাইনালে তাদের প্রতিদ্বন্দ্বী ছিল যুক্তরাষ্ট্রের প্রিন্সটন ইউনিভার্সিটি, ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর এবং অ্যাটেনিয়ো দে ম্যানিলা ইউনিভার্সিটি।
ফাইনালে উঠতে এই দুই তরুণকে হারাতে হয়েছিল হার্ভার্ড, অক্সফোর্ড, কেমব্রিজ, শিকাগো, স্ট্যানফোর্ডের মত বিশ্ববিদ্যালয়ের টিমগুলোকেও।
বাংলাদেশের হয়ে শিরোপা জেতা দুই তরুণ হলেন- সাজিদ আসবাত খন্দকার এবং সৌরদীপ পাল। তারা ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ব্যানারে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন।
গতকাল বুধবার (২৭ জুলাই) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় ভার্চুয়ালি অনুষ্ঠিত হয় এ প্রতিযোগিতার ফাইনাল। ফাইনালে তারা প্রিন্সটন, ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিংগাপুরকে ৯-০ ব্যালটে হারিয়ে এ গৌরব অর্জন করে।
এর আগে ২০১৩ বার্লিনে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইউনিভার্সিটি ডিবেটিং চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতার ৩৩তম আসরে ইংলিশ অ্যাজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ব্রেক ক্যাটাগরিতে তারা চ্যাম্পিয়ন হন। এ আসরে ৮২টি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ৪০০টি দল অংশ নেয়।
তবে এবারের প্রতিযোগিতায় মূলত ওয়ার্ল্ড ইউনিভার্সিটি ডিবেটিং চ্যাম্পিয়নশিপ’ বিশ্বব্যাপী বিতর্কের বিশ্বকাপ হিসেবে সুপরিচিত। এটি সাধারণ যেসব দেশের প্রথম ভাষা ইংরেজি তারাই অংশ নিয়েছিল।
Discussion about this post