শিক্ষার আলো ডেস্ক
সুলতানা কামাল-আলিলা গ্রুপ ১৬তম জাতীয় সামার অ্যাথলেটিক্সে স্বর্ণপদক জয় করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাবেক শিক্ষার্থী শিরিন আক্তার ও মাহফুজ হাসান। শিরিন আক্তার ১৩ বারের মতো ১০০ মিটার স্প্রিন্টে এবং মাহফুজ হাসান ৭ম বারের মতো হ্যামার থ্রোতে এই গৌরব অর্জন করেন।
১০০ মিটার স্প্রিন্টে নারী এককে শিরিন আক্তার সময় নিয়েছে ১১.৯৫ সেকেন্ড। ইলেকট্রনিক বোর্ডে এটি মেয়েদের ১০০ মিটারে নতুন জাতীয় রেকর্ড। আগের রেকর্ডও ছিল শিরিনের। ২০১৬ সালে গুয়াহাটি এসএ গেমসে করেন ১১.৯৯। জাতীয় এথলেটিক্স ও জাতীয় সামার এথলেটিক্স মিলে টানা ১৩বার দ্রুততম মানবীর খেতাব পেলেন তিনি।
শুধু তাই নয়, এই অর্জনের মাধ্যমে বিকেএসপির সুমাইয়া দেওয়ানকে হারিয়ে দ্রুততম মানবীর মুকুট পুনরুদ্ধার করেছেন শিরিন। গত জানুয়ারিতে নারী বিভাগে দ্রুততম মানবী হয়েছিল সুমাইয়া। দুজনের আবারো দেখা হলে শেষ হাসি হেসেছেন শিরিন। দেশের দ্রুততম মানবীর খেতাব ধরে রাখার পর শ্রেষ্ঠত্ব নিজের কব্জায় রেখেছেন ২০০ মিটার স্প্রিন্টেও। সেখানেও জিতেছেন স্বর্ণপদক।
অন্যদিকে নিজের শ্রেষ্ঠত্ব ধরে রাখার লড়াইয়ে হ্যামার থ্রোতে স্বর্ণপদক জিতেছেন মাহফুজ হাসান। ৫৩ দশমিক ৩৫ মিটারে থ্রো করে সবাইকে পেছনে ফেলে সপ্তমবারের মতো স্বর্ণপদক জিতেছেন তিনি। এর আগে বঙ্গবন্ধু ৪৪তম জাতীয় এথলেটিক্সে ৫০ দশমিক ৮১ মিটারে থ্রো করে গোল্ড জিতেছিলেন মাহফুজ।
শিরিন আক্তার ও মাহফুজ হাসান দুজনেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সাবেক শিক্ষার্থী। উভয়ই বাংলাদেশ নৌবাহিনীর হয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
প্রসঙ্গত, গত ২৩ সেপ্টেম্বর ঢাকার বনানী আর্মি স্টেডিয়ামে সুলতানা কামাল-আলিলা গ্রুপ ১৬তম জাতীয় সামার অ্যাথলেটিক্স প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দুই দিনব্যাপী এই প্রতিযোগিতায় দেশের ৮টি বিভাগের ৬৪টি জেলার ৪৫০জন (পুরুষ ও নারী) এথলেট ও ১৫০ জন কর্মকর্তা অংশগ্রহণ করে। এবারের প্রতিযোগিতা মোট ৪০টি ইভেন্টে অনুষ্ঠিত হয়। এর মধ্যে পুরুষ ২২টি এবং নারীদের ১৮টি ইভেন্ট।
Discussion about this post