শিক্ষার আলো ডেস্ক
নেটওয়ার্ক অফ ইয়ং বায়োটেকনোলজিস্টস অফ বাংলাদেশ (এনওয়াইবিবি) কর্তৃক আয়োজিত ‘জাতীয় ভবিষ্যৎ গবেষক চ্যালেঞ্জ’ এর ক্যানসার বিষয়ক গবেষণাপত্র উপস্থাপন ক্যাটাগরিতে বিজয়ী হয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের তৃতীয় বর্ষের শিক্ষার্থী কে এম সালিম আন্দালিব। বায়োটেকনোলজির শিক্ষার্থীদের জন্য প্রথমবারের মতো বাংলা ভাষায় গবেষণাপত্র উপস্থাপন ও বিশ্লেষণের এই প্রতিযোগিতায় দেশের ২১টি বিশ্ববিদ্যালয়ের ৬০ জন শিক্ষার্থী অংশ নেয়।
শুক্রবার (৩০ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর এডভান্সড রিসার্চ ইন সাইন্সের (সিএআরএস) কার্যালয়ে প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়। ফাইনাল রাউন্ডে উত্তীর্ণ ৮ প্রতিযোগীর মধ্যে ক্যানসার বিষয়ক সেগমেন্টে বিজয়ী হন আন্দালিব। প্রতিযোগিতায় ফাইনালের শর্ত হিসেবে ছিল ২০১৭ এর পরবর্তী সময়ে প্রকাশিত হওয়া জীব প্রযুক্তি বিষয়ক গবেষণাপত্র উপস্থাপন করা, যার ইমপ্যাক্ট ফ্যাক্টর ৫.০ এর অধিক এবং পাবমেড ও স্কোপাস ইনডেক্স।
এই বিষয়ে আন্দালিব বলেন, আমি প্রায়ই বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করি। এই প্রতিযোগিতায় অংশ নিয়ে আমি বিজয়ী হব ভাবিনি, তবে আত্মবিশ্বাস ছিল ভালো করব। আমি মনে করি এই অর্জন ভবিষ্যতে আমার গবেষক হতে চাওয়ার পথটা আরো মসৃণ করবে। আমি আমার পরিবার ও ডিসিপ্লিনের শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রতিযোগিতায় খুলনা বিশ্ববিদ্যালয়ের হয়ে সফলতা অর্জন করতে পেরে আমি আনন্দিত।
প্রতিযোগিতায় ইভেন্ট পার্টনার হিসেবে ছিল ক্যানসার কেয়ার অ্যান্ড রিসার্চ ট্রাস্ট বাংলাদেশ (সিসিআরটিবি) ও মিডিয়া পার্টনার হিসেবে ছিল বিজ্ঞানচিন্তা ম্যাগাজিন।
Discussion about this post