অনলাইন ডেস্ক
নারায়ণগঞ্জের রূপগঞ্জে কৃষকদের পাশে দাঁড়ালো উপজেলা ছাত্রদল ও সেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। ধান কাটার শ্রমিক না পাওয়ায় উপজেলার গরিব ও বর্গা চাষিদের পাকা ধান কেটে দিচ্ছেন তারা। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) থেকে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নগরপাড়া বিলের দু’জন কৃষকের ধান কাটার মাধ্যমে এই কার্যক্রম শুরু করেন তারা।
ধান কাটতে আসা উপজেলা ছাত্রদল নেতা আবু মোহাম্মদ মাসুম বলেন, ‘এটা আহামরি কোনও বিষয় নয়। আমরা আদর্শিক রাজনীতি আর প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভালোবাসার প্রতীক সোনার বাংলার ধান আজ নষ্ট হচ্ছে কেবল শ্রমিক না পাওয়ার কারণে। ধানের শীষের প্রতি আন্তরিক ভালোবাসা ফসলের জমিতে শ্রম দিতে আসতে বাধ্য করেছে।’
আরেক ছাত্রদল নেতা আজিম সরকার বলেন, ‘করোনা পরিস্থিতিতে জাতি এক ধরনের ক্রান্তিকাল পার করছে। এমন সংকটেই যদি সাধারণ মানুষের পাশে দাঁড়াতে না পারি তাহলে আমাদের রাজনীতি অর্থহীন।’
উপজেলা সেচ্ছাসেবক দলের নেতা আলী হোসেন জানান, দলের নেতাকর্মীদের নিয়ে স্বেচ্ছাশ্রমে গরিব চাষিদের ধান কেটে দেওয়ার উদ্যোগ নিয়েছি এবং এটা চলমান থাকবে।
জমি থেকে ধান কাটায় অংশগ্রহণ করেন ছাত্রদল নেতা সুলতান মাহমুদ, শিপলু হোসেন, হীরা নাঈমসহ ৩০ জন সেচ্ছাসেবী।
কৃষক বিল্লাল হোসেন জানান, ‘ধান কাটা নিয়ে খুব চিন্তায় ছিলাম। হঠাৎ ছাত্রদলের নেতাকর্মীরা ধান কাটতে আসবে বিশ্বাসই হচ্ছিল না। যেখানে দ্বিগুণ পারিশ্রমিক দিয়ে শ্রমিক পাওয়া যাচ্ছে না সেখানে তারা শুধু পানি পান করানোর বিনিময়ে আমার দেড় বিঘা জমির ধান কেটে দিয়েছে। এছাড়া ধান বাসায় পৌঁছানো ও মাড়াইও করে দিয়েছে তারা। তাদের পাশে পাওয়ায় সত্যিই আমরা আনন্দিত।’
Discussion about this post