শিক্ষার আলো ডেস্ক
শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ‘ফিদেল কাস্ত্রো শাইনিং পারসোনালিটি অ্যাওয়ার্ড’ -এর জন্য মনোনীত হয়েছেন বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) সাবেক শিক্ষার্থী তানভীর আহমেদ।
তিনি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এলএলবি পাশ প্রোগ্রামের ২০১৭-১৮ বর্ষের সাবেক শিক্ষার্থী। বর্তমানে তিনি গোপালগঞ্জের টেকনিক্যাল বিএম স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপ্যাল হিসেবে কর্মরত রয়েছেন।
সম্প্রতি শেরে-বাংলা-এ কে ফজলুল হক গবেষণা পরিষদ কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, করোনাকালীন সময়ে তানভীরের জনসচেতনতা, পথশিশুদের বস্ত্র ও খাদ্য সরবরাহ এবং সমাজের অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য অ্যাওয়ার্ড প্রদানের কথা জানানো হয়। এছাড়াও অ্যাওয়ার্ড প্রাপ্তদের পরবর্তীতে সংগঠনটির সদস্য হিসেবে মনোনীত করার বিষয়টি উল্লেখ করা হয়।
এ বিষয়ে তানভীর আহমেদ বলেন, একজন মানুষ হিসেবে সামাজিক কার্যক্রম করা সবার কর্তব্য। তবে এর স্বীকৃতি পাওয়া সত্যিই আনন্দের। আমকে এই অ্যাওয়ার্ডের জন্য মনোনীত করায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
Discussion about this post