শিক্ষার আলো ডেস্ক
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ও প্রাচীনতম বিশ্ববিদ্যালয় মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ পেয়ে উচ্চশিক্ষা অর্জনের জন্য সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা টঙ্গী ক্যাম্পাসের শিক্ষার্থী মুহাম্মদ মাহফুজ মোল্লা ও মুহাম্মাদ ফজলে এলাহি সাব্বির।
বাংলাদেশ থেকে নির্বাচিত ১০জন শিক্ষার্থীর মধ্যে তারা দুইজন এই সুযোগ পেয়েছেন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বৃত্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাখা কর্তৃক এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
মাহফুজ ও ফজলে এলাহি দুইজনই আলিম-২০২১ ব্যাচের শিক্ষার্থী। এ বিষয়ে অনুভূতি প্রকাশ করে তারা বলেন, ‘আমরা সর্বপ্রথম মহান আল্লাহর দরবারে লাখো-কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা অনেক আনন্দিত, আল্লাহ আমাদের স্বপ্ন পূরণ করেছেন।’ শিক্ষার্থী মাহফুজ মোল্লা গোপালগঞ্জ জেলার অধিবাসী ও শিক্ষার্থী ফজলে এলাহীর বাড়ি রাজশাহী জেলায়।
Discussion about this post