বিশ্বের সর্ববৃহৎ অনলাইন স্টোর আমাজনে নিয়োগ পেয়েছেন গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) শিক্ষার্থী রিজভি হাসান। গত ১৭ অক্টোবর তিনি আমাজনের মাদ্রিদ অফিসে সফটওয়্যার ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার হিসেবে এ নিয়োগ পান।
রিজভি আইইউটির ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের কম্পিউটার সাইয়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ছিলেন। তিনি আইইউটি থেকে ২০২২ সালের মে’তে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন। গ্র্যাজুয়েশন শেষ হওয়ার আগেই তিনি গত ২৭ এপ্রিল আমাজন থেকে ডাক পান।
রিজভি জানান, গত ২৪ মার্চ আমাজন জবসের থেকে সফটওয়্যার ডেভেলপমেন্ট পদে আবেদন করি। তারপর অটোমেটেড দুইটা অনলাইন অ্যাসেসমেন্ট নেওয়া হয়। একটা প্রবলেম সলভিং-এর, আরেকটা কাজের ধরন অ্যাসেসমেন্ট করা।
তিনি জানান, প্রবলেম সলভিং-এ দুইটা কোডিং প্রবলেম সলভ করতে হয়েছে। তারপর ওয়ার্ক স্টাইল অ্যাসেসমেন্টে বিভিন্ন সলিউশন সিমুলেট করে আমার রেসপন্সকে এসেস করা হয়েছে। তারপর এ রাউন্ড ৭ এপ্রিলে ভার্চুয়াল অনসাইট ইন্টারভিউয়ের ইনভাইটেশন পাই।
আমাজনের ইন্টারভিউয়ের অভিজ্ঞতা নিয়ে রিজভি বলেন, গত ১২ এপ্রিল আমাজনের আমার সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। ইন্টারভিউ ছিল টানা তিন ঘণ্টার। এক ঘণ্টা পরে পরে তিনটা সেশন ছিল। এসব সেশনের প্রথম অর্ধেকে আচরণগত কোশ্চেন জিজ্ঞাসা করা হয়। তার পরবর্তী অর্ধেক সময়ে টেকনিক্যাল কোশ্চেন জিজ্ঞাসা করে কোড করতে বলা হয়।
Discussion about this post