শিক্ষার আলো ডেস্ক
আমেরিকার ম্যাসাসুসেটস স্টেটের প্রথম বাংলাদেশী আমেরিকান হিসেবে লিটি হলের উপদেষ্টা হওয়ার পর এবার আরো একটি স্বপ্ন পূরণ হলো তানভীর মুরাদের। এবার তিনি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ইন্টারকন্টিনেন্টাল ইউনিভার্সিটির শিক্ষক হিসেবে যোগ দিচ্ছেন। বিষয়টি নিশ্চিত করেছেন তানভীর মুরাদ নিজেই।
এদিকে তানভীর মুরাদের শিক্ষক হওয়ার খবরে তার সাবেক বিদ্যাপীঠ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দন জানাচ্ছেন। শিক্ষার্থীরা বলছেন, নিজ বিশ্ববিদ্যালয়ের অগ্রজ দেশের বাহিরে উন্নত রাষ্ট্রে শিক্ষক হতে যাচ্ছেন এটা গর্বের বিষয়।
অনুভূতি প্রকাশ করে তানভীর মুরাদ বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে যোগ দেয়া অনেকটা স্বপ্নের মতো। সারাজীবনের জন্য বিশাল সম্মান। আমার সব সাফল্যের পেছনে রয়েছে বাবা-মায়ের দোয়া, ভালোবাসা, আমার ছোটভাইয়ের পরিশ্রম আর আশেপাশের সবার দোয়া ভালোবাসা।
মুরাদ আরো বলেন, সেই ছোটবেলা থেকে অনেক স্বপ্ন দেখে আসছি। স্বপ্ন পূরণ হয়েছে। আসলে অগণিত মানুষ আমাকে ভালোবাসে, আমার জন্য দোয়া করে।
তানভীর মুরাদ নোবিপ্রবির ২০০৮-০৯ শিক্ষাবর্ষে ফার্মেসী বিভাগের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি ফেনী জেলায়। বাংলাদেশে পড়াশোনা শেষ করে ২০১৪ সালে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তানভীর। তার পরিবার অনেক আগে থেকেই যুক্তরাষ্ট্রে বসবাস করতেন। যুক্তরাষ্ট্রের ক্যামব্রিজ কলেজ থেকে তিনি এমবিএ এবং নিউ হ্যাম্পশায়ার ইউনিভার্সিটি থেকে ইনফরমেশন টেকনোলজিতে স্নাতকোত্তর সম্পন্ন করে বর্তমানে ক্যালিফোর্নিয়া ইন্টারকন্টিনেন্টাল ইউনিভার্সিটিতে পিএইচডিতে অধ্যয়নরত। তিনি যুক্তরাষ্ট্রের লিন সিটি হলের উপদেষ্টা, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নিউ ইংল্যান্ডের সাধারণ সম্পাদক ও বোস্টন ইয়াংস্টার্সের প্রতিষ্ঠাতা এবং তরুণ উদ্যোক্তা।
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গেও সম্পৃক্ত তিনি। তার বাবা যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্রের ইসলামিক সোসাইটি অব নর্থ শোর সাবেক সভাপতি ও মাইক্রো ক্রেডিট কনসালটেন্ট হিসেবে কর্মরত। তার দাদা সাদেক মিয়া একজন বীর মুক্তিযোদ্ধা এবং নানা ভাষা সৈনিক মুনির চৌধুরী। একমাত্র ছোটভাই তানজিম মাহমুদ ফুয়াদ বোস্টন ইয়াংস্টার্স ফ্লাইট স্কুলের ছাত্র। সম্প্রতি তানভীর মুরাদ নিজের সাবেক বিদ্যাপীঠ নোবিপ্রবির দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য চালু করেছেন স্কলারশিপও।
Discussion about this post