শিক্ষার আলো ডেস্ক
প্রথমবার জাতিসংঘের মিলেনিয়াম ফেলোশিপ-২০২৩ এর জন্য নির্বাচিত হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সমাজকর্ম বিভাগের ১১ জন শিক্ষার্থী।
জাতিসংঘের একাডেমিক ইমপ্যাক্ট (ইউএনএআই) ও মিলেনিয়াম ক্যাম্পাস নেটওয়ার্কের (এমসিএন) যৌথ উদ্যোগে আয়োজিত হচ্ছে এ শিক্ষা কার্যক্রমটি।
শনিবার (১২ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন সমাজকর্ম বিভাগের প্রধান অধ্যাপক মুহাম্মদ মিজানুর রহমান।
সমাজকর্ম বিভাগের প্রধান অধ্যাপক মুহাম্মদ মিজানুর রহমান বলেন, এ অর্জন সমাজকর্ম বিভাগ তথা বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত সম্মানের। শিক্ষার্থীদের মূল্যবোধ, পেশাগত যোগ্যতা ও ক্যারিয়ারের পথ বিকাশে সহায়তা করবে এ ফেলোশিপ।
ফেলোশিপ অর্জনকারী শিক্ষার্থীরা হলেন- মো. মোফাজ্জল হক, নাজিফা ঈসিকা, সাদনাদুজ্জামান রীচি, রিদওয়ানুল হক সাদ, সুমাইয়া আক্তার রিফা, সিফাতুল কাফিয়া, মুরাদ মিয়া, মুজাহিদ ইমন, মোহাম্মদ জুয়েল, ঋতু সাহা ও মোহাম্মদ আলী।
২০২৩ সালে মিলেনিয়াম ফেলোশিপের জন্য ১১৯টি দেশের ৩ হাজার ক্যাম্পাস থেকে ৪৪ হাজারের অধিক শিক্ষার্থী আবেদন করেন। এর মধ্য থেকে প্রায় ৪ হাজার শিক্ষার্থীকে মনোনীত করা হয়।
Discussion about this post