শিক্ষার আলো ডেস্ক
সম্প্রতি অনুষ্ঠিত আইইইই রিজন-১০ রোবটিক্স চ্যাম্পিয়নের ‘রোবটিক্স ফর ক্লাইমেট চেঞ্জ’ শীর্ষক প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির (বিডিইউ) আইওটি অ্যান্ড রোবটিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো. তাসলিম আরিফ, মারুফ হাসান, আবু সালেহ মুহাম্মদ মুসা এবং আবদুল্লাহ আল মামুনের সমন্বয়ে গঠিত ‘টিম রোবো পালস’ এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ‘টিম হকি’। এই প্রতিযোগিতার পরবর্তী স্টেজে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে প্রতিনিধিত্ব করবেন তারা।
প্রতিযোগিতার প্রথম পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি (বিডিইউ), বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), নর্থসাউথ ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, আহসানউল্লাহ ইউনিভার্সিটি অব সাইন্স অ্যান্ড টেকনোলজি, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক থেকে ১৭টি টিম অংশ নেয়।
গত ২৪ জুন এই প্রতিযোগিতার প্রথম পর্যায় শুরু হয় এবং ১৬ আগস্ট এ পর্যয়ের ফলাফল ঘোষণা করা হয়। যেখানে পরবর্তীতে স্টেজে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে প্রতিনিধিত্ব করার জন্য দুটি টিমকে নির্বাচন করা হয়েছে। তার মধ্যে প্রথমটি হলো ‘টিম রোবো পালস’, দ্বিতীয়টি হলো ‘টিম হকি’।
Discussion about this post