শিক্ষার আলো ডেস্ক
রবিবার (২৪ সেপ্টেম্বর) বিকালে ১৬তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক শরীফ এ. এম. রেজার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সহকারী জজ হিসেবে মনোনীত ১০৪ জনের তালিকা প্রকাশ করা হয়েছে।
এবার সহকারী জজ হিসেবে মেধাতালিকায় প্রথম স্থান অর্জন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী নুসরাত জেরিন জেনি।
মেধাতালিকায় দ্বিতীয় স্থান অর্জন করেছেন ইস্টার্ন ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষার্থী রাগিব মোস্তফা নাঈম এবং তৃতীয় হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বরগুনার গর্বিত সন্তান খালিদ হাসান।
প্রসঙ্গত, এ নিয়ে টানা চতুর্থবারের মতো সহকারী জজ নিয়োগ পরীক্ষায় প্রথম রাবির শিক্ষার্থীরা। জেনি বর্তমানে রাজশাহী জজ কোর্টে শিক্ষানবিশ আইনজীবী হিসেবে কর্মরত আছেন। এছাড়াও, তিনি একই সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মন্নুজান হল ছাত্রলীগের উপ-সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
নতুনদের উদ্দেশ্যে নুসরাত জেরিন বলেন, “বিজেএস পরীক্ষায় আইন সম্পর্কিত বিষয় একটা বড় শক্তিশালী জোন। ফলে আইনের বিষয়গুলোর উপর বেশি গুরুত্ব দেওয়া উচিত। কেউ চাইলে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, বাংলাদেশ ও আন্তর্জাতিক বিভাগগুলোতে একটা সন্তোষজনক নাম্বার তুলে ও আইনের বিষয়গুলোতে বেশি নাম্বার তুলেও বিজেএস পরীক্ষায় ভালো করতে পারেন। এছাড়া সাম্প্রতিক বিভিন্ন বিষয়ের প্রতিও গুরুত্ব দেওয়া উচিত। যেমন রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। বিজেএস পরীক্ষার পূর্ববর্তী প্রশ্নগুলো দেখে তবে যার যে বিষয়ে দুর্বলতা বেশি, তার সেই বিষয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত। যাদের রিটেনে লেখার হাত ভালো তাদের কোনো সমস্যা হওয়ার কথা না। কারণ বিজেএস পরীক্ষায় ‘রিটেন’ অনেক বড় একটা ফ্যাক্ট “।
এর আগে গত ১৩তম বিজিএস পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিউলী নাহার, ১৪তম পরীক্ষায় প্রথম হয়েছেন সুমাইয়া নাসরিন শামা এবং ১৫তম পরীক্ষায় প্রথম হন আশিক উজ জামান।
Discussion about this post